খালেদাকে সুচিন্তিত সিদ্ধান্ত নেয়ার আহ্বান দুলুর
৬ষ্ঠ কাউন্সিলের মাধ্যমে বিএনপির নতুন কমিটি গঠনের ক্ষেত্রে সুচিন্তিত সিদ্ধান্ত নেয়ার আহ্বান জানিয়েছেন দলটির স্বনির্ভর বিষয়ক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু। শনিবার সন্ধ্যায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে কাউন্সিলের দ্বিতীয় অধিবেশনে তিনি এ আহ্বান জানান।
তিনি বলেন, আন্দোলনের ডাক দেয়ার পর কারা মোবাইলফোন বন্ধ রেখেছেন তাদের চিহ্নিত করুন, প্রয়োজনে কমিটি আরো কিছু দিন পরে দিন।
দুলু আরো বলেন, এমন নেতৃত্বের হাতে দায়িত্ব দিন যারা আপনার (খালেদার) ডাকে জীবন বাজি রেখে রাজপথে থাকবে। এমন কাউকে কমিটিতে রাখবেন না যারা পদ নিয়ে ব্যবসা করে। এমনকি যারা দলের সঙ্গে বেঈমানি করেছে তাদের চিহ্নিত করার অনুরোধও জানান তিনি।
এমএম/এএস/এসআই/এবিএস