বিএনপির সদস্য হতে লাগবে ১০ টাকা
জাতীয়তাবাদী দল বিএনপির সদস্য হতে হলে এখন থেকে ১০ টাকা লাগবে। যা পূর্বে ৫ টাকা ছিল। পাশাপাশি সদস্য হওয়ার পর নিয়মিত চাঁদা দেয়ার নিয়মও গঠনতন্ত্রে উল্লেখ করা হয়েছে।
শনিবার রাতে দলটির ষষ্ঠ কাউন্সিলের দ্বিতীয় অধিবেশনে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এমন নির্দেশনার কথা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
গঠনতন্ত্রে সংশোধনের নানা দিক উল্লেখ করতে গিয়ে তিনি আরো বলেন, নিয়মিত চাঁদা না দিলে নির্ধারিত সময়ের পর পদ স্থগিত ও পরবর্তীতে নির্ধারিত সময়ের পর সদন্যপদ বাতিল করা হবে।
এ প্রসঙ্গে তিনি আরো বলেন, ওয়ার্ড কমিটির পরিসর বাড়ানোর চিন্তা করা হচ্ছে। সময়ের সঙ্গে তাল মিলিয়ে অনেকগুলো বিষয় সংশোধন করার উদ্যোগ নেয়া হয়েছে।
প্রতিটি কমিটিতে আপাতত ১০ শতাংশ নারীকে রাখার বিধান গঠনতন্ত্রে রাখা হচ্ছে। পরবর্তীতে ক্রমান্বয়ে এ সংখ্যা আরো বাড়ানো হবে বলেও জানান তিনি।
এমএম/এএস/এসকেডি/এবিএস
সর্বশেষ - রাজনীতি
- ১ ব্যারিস্টার অসীমকে বিএনপির প্রার্থী চেয়ে অনুসারীদের মানববন্ধন
- ২ সরকারের দূরদর্শিতার অভাবে সব খাতে অচলাবস্থা সৃষ্টি হয়েছে: সালাম
- ৩ আনিসুল ও মঞ্জুর নেতৃত্বে ২০ দলীয় জোটের আত্মপ্রকাশ
- ৪ লেভেল প্লেয়িং ফিল্ড নেই, ইসিকে পদক্ষেপ নিতে হবে: জামায়াত
- ৫ মানুষের ভালোবাসা ও দোয়ায় খালেদা জিয়া সুস্থ হবেন: ফারুক