খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল
ফাইল ছবি
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে গেলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার (২৩ আগস্ট) রাত ১০টার দিকে তিনি হাসপাতালে যান।
আরও পড়ুন: জঙ্গি নাটক করে পশ্চিমা বিশ্ব ও ভারতকে দেখাতে চায় সরকার: ফখরুল
এ সময় মির্জা ফখরুল চিকিৎসকদের কাছে খালেদা জিয়ার চিকিৎসা ও সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন বলে জানিয়েছে হাসপাতালের একটি দায়িত্বশীল সূত্র। এর আগে গত ১৩ আগস্ট খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে গিয়েছিলেন মির্জা ফখরুল।
আরও পড়ুন: খালেদা জিয়াকে আরও কিছুদিন হাসপাতালে থাকতে হবে: ডা. জাহিদ
মেডিকেল বোর্ডের পরামর্শে গত ৯ আগস্ট স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। ৭৮ বছর বয়সী সাবেক এ প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি-লিভারের জটিলতা ও হৃদরোগে ভুগছেন।
কেএইচ/এসএএইচ