ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

অল্প সময়ের মধ্যেই বিএনপির কমিটি

প্রকাশিত: ০৭:০৭ এএম, ২১ মার্চ ২০১৬

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া অতি অল্প সময়ের মধ্যে দলটির নতুন কমিটি ঘোষণা করবেন বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম অালমগীর।

সোমবার দুপুরে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। তবে সুনির্দিষ্ট কোনো সময় জানাননি তিনি।

ফখরুল বলেন, বিএনপির ষষ্ঠ জাতীয় কাউন্সিলে কাউন্সিলরা খালেদা জিয়াকে কমিটি গঠনের সর্বময় ক্ষমতা দিয়েছেন। এ ব্যাপারে তিনি (খালেদা) অতি অল্প সময়ের মধ্যে জানাবেন।

এক নেতার এক পদ বাস্তবায়ন প্রসঙ্গে বিএনপির এই ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, গঠনতন্ত্রে এ বিধানাবলী চালু হওয়ার পর থেকে এ বিষয়টি কার্যকর হবে। যারা একাধিক পদে আছেন তারা একটি রেখে বাকি পদগুলো থেকে পদত্যাগ করবেন।

এমএম/একে/এমএস