ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

ইউপি নির্বাচনে তুমুল সহিংসতার অভিযোগ ফখরুলের

প্রকাশিত: ০৭:৪৮ এএম, ২৩ মার্চ ২০১৬

প্রথমবারের মতো দলীয় প্রতীকে দেশব্যাপী অনুষ্ঠিত প্রথম দফার ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে তুমুল সহিংসতা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার দুপুরে  রাজধানীর পুরানা পল্টনে বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন মিলনায়তনে জাগপার অঙ্গ সংগঠন যুব জাগপা আয়োজিত  আলোচনা সভায় তিনি এ অভিযোগ করেন।  

তিনি আরও বলেন, ইউপি নির্বাচনে সহিংসতায় এ পর্যন্ত ১২ জন নিহত হয়েছে। আহত হয়েছে পাঁচ শতাধিক। ভোটকেন্দ্রগুলো জ্বালিয়ে দেয়া হয়েছে। উপজেলা, সিটি কর্পোরেশন ও পৌরসভার মতো ইউনিয়ন পরিষদ নির্বাচনেও একই ঘটনা ঘটেছে।

এমএম/এএইচ/এমএস