ভিডিও ENG
  1. Home/
  2. রাজনীতি

তারেকের বিরুদ্ধে ইন্টারপোলে দেয়া অভিযোগ ছিল অসত্য : ফখরুল

প্রকাশিত: ০৭:০২ এএম, ২৭ মার্চ ২০১৬

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ইন্টারপোলে দেয়া অভিযোগ অসত্য ছিল বলে দাবি করেছেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সাংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।  

মির্জা ফখরুল বলেন, ইন্টারপোলে তারেক রহমানের বিরুদ্ধে দেওয়া বাংলাদেশ সরকারের সকল তথ্য মিথ্যা প্রমাণিত হয়েছে। এ কারণে তার নামে রেড এলার্ট জারিসহ সকল তথ্য সার্ভার ও ডাটাবেজ থেকে মুছে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি আরো বলেন, এটি ছিল রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়রানি। এ সময় ইন্টারপোলের এ সংক্রান্ত একটি চিঠিও উপস্থিত গণমাধ্যমকর্মীদের দেখান মির্জা ফখরুল।

তিনি বলেন, তারেক রহমানের রাজনৈতিক ইমেজে কালিমা লাগাতে সরকার এখন  নিজেই মিথ্যাবাদী প্রমাণিত হয়েছে। সেই সঙ্গে প্রশ্নবিদ্ধ হয়েছে বাংলাদেশ পুলিশের গ্রহণযোগ্যতাও।

এমএম/এমএমজেড/এএইচ/আরআইপি