ঠাকুরগাঁও আওয়ামী লীগ সভাপতি কুরাইশীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সভাপতি সাদেক কুরাইশীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার (২৪ অক্টোবর) এক শোক বার্তায় প্রধানমন্ত্রী মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন ও তার শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
আরও পড়ুন: ঠাকুরগাঁও জেলা পরিষদের চেয়ারম্যান কুরাইশী মারা গেছেন
আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।
কুরাইশী আজ বিকেলে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার বয়স হয়েছিল ৬৩ বছর। তিনি স্ত্রী, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
এসইউজে/বিএ/এএসএম
সর্বশেষ - রাজনীতি
- ১ উদারপন্থি গণতান্ত্রিক ব্যবস্থা সৃষ্টির সুযোগ এসেছে: মির্জা ফখরুল
- ২ পায়ে হেঁটেই অফিসে, তারেক রহমানের সাধারণ হয়ে ওঠার বার্তা
- ৩ গণমাধ্যমকর্মীদের সঙ্গে তারেক রহমানের শুভেচ্ছা বিনিময়
- ৪ চেয়ারম্যান নির্বাচিত: তারেক রহমানকে বিএনপি নেতাকর্মীদের অভিনন্দন
- ৫ নির্বাচনে সব দলের জন্য ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ বিদ্যমান নেই