আওয়ামী লীগের সমাবেশ
তৈরি হচ্ছে মঞ্চ, লাগানো হচ্ছে মাইক
বিএনপির মহাসমাবেশের জবাবে ক্ষমতাসীন আওয়ামী লীগ শান্তি ও উন্নয়ন সমাবেশের ঘোষণা দিয়েছে। শনিবার (২৮ অক্টোবর) এ সমাবেশ শুরু হবে। এ উপলক্ষে আজ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে মঞ্চ তৈরির কাজ চলছে।
শুক্রবার সকাল ৯টা থেকে হুমায়ুন ডেকোরেটর এ মঞ্চ তৈরি করছে। বিকেল ৩টার পর সরেজমিনে গিয়ে কথা হয় মিস্ত্রী হাসানের সঙ্গে।
তিনি বলেন, সকাল ৯টা থেকে আমরা কাজ শুরু করেছি। রাত অবধি কাজ চলবে। সকালের আগেই সব প্রস্তুত হয়ে যাবে।

এদিকে সমাবেশ উপলক্ষে বিভিন্ন সড়কে মাইক লাগাতে দেখা গেছে।
আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচি অনুযায়ী, শনিবার দুপুর ২টায় সমাবেশ শুরু হবে। তবে দুপুর ১২টার মধ্যেই মিছিল নিয়ে নেতাকর্মীদের সমাবেশস্থলে পৌঁছানোর নির্দেশনা আছে দলটির।
এসইউজে/জেডএইচ/জেআইএম
সর্বশেষ - রাজনীতি
- ১ মঙ্গলবার গুলশানে উদ্বোধন হচ্ছে বিএনপির নির্বাচনি কার্যালয়
- ২ হাসিনাসহ প্রত্যেক খুনিকে বাংলাদেশে হস্তান্তর করতে হবে: আখতার
- ৩ ২৪ না হলে আমাদের মুখ দিয়ে নির্বাচন নামক শব্দ বের হতো না
- ৪ অধিকার প্রতিষ্ঠার নির্বাচনের মিছিলে আমিও আপনাদের সঙ্গে থাকবো
- ৫ জাতিসংঘে ভারতের বিরুদ্ধে নালিশ দিতে বললেন মাহমুদুর রহমান