শান্তিপূর্ণ সমাবেশের পথে আওয়ামী লীগ-বিএনপি, জামায়াত নিয়ে চিন্তা
বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে শান্তি সমাবেশ করবে আওয়ামী লীগ। ফাইল ছবি।
অবরোধ-প্রতিরোধের নানা হাঁকডাক দিলেও শান্তিপূর্ণ সমাবেশের পথে এগুচ্ছে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিরোধী জাতীয়তাবাদী দল- বিএনপি। দুশ্চিন্তা রয়েছে জামায়াত নিয়ে। দলটি তাদের ঘোষিত শাপলা চত্বরে সমাবেশ নিয়ে অনড় অবস্থানে। এদিকে, পুলিশ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে।
শুক্রবার (২৭ অক্টোবর) রাতে নানা জল্পনা-কল্পনার অবসান করে বিএনপি ও আওয়ামী লীগকে তাদের পছন্দের জায়গায় সমাবেশের অনুমতি দিয়েছে পুলিশ। তবে অনুমতি দেয়নি বাংলাদেশ জামায়াতে ইসলামীকে। এ বিষয়ে ডিএমপির যুগ্ম কমিশনার (অপারেশন্স) বিপ্লব কুমার সরকার জাগো নিউজকে বলেন, জামায়াতে ইসলামীকে শাপলা চত্বরে সমাবেশ করার অনুমতি দেওয়া হয়নি। তারা যদি সমাবেশের চেষ্টা করে আইনগত ব্যবস্থা নেবো।
এদিন বেলা ১১টায় নয়াপল্টনের দলীয় কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘পুলিশের অনুমতি দেওয়ার কিছু নাই। সমাবেশ করা আমাদের সাংবিধানিক অধিকার। আমাদের সমাবেশ হবে সম্পূর্ণ শান্তিপূর্ণ।’
আরও পড়ুন: শঙ্কা-সম্ভাবনায় বিএনপির ‘ফাইনাল খেলা’
বিকেলে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলীয় কার্যালয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘তারা (বিএনপি) শান্তি মন থেকে চায় কি না, এটা দেখতে হবে। তবে আমরা শান্তিপূর্ণ সমাবেশ করে দেখিয়ে দেবো, আমরা শান্তির পক্ষে। সতর্ক পাহারায় থাকতে হবে। এদের দুরভিসন্ধি আছে, সাম্প্রদায়িক আরও দু-একটা শক্তি নিয়ে তারা অপকর্ম করতে চাইবে।’
রাজধানীর নয়াপল্টনে মহাসমাবেশের অনুমতি পেয়েছে বিএনপি।
তবে রাজনৈতিক মহলে এখন শঙ্কা জামায়াত নিয়ে। সংগঠনটিকে যেমন পুলিশ অনুমতি দেয়নি বরং সমাবেশ করলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে। সংগঠনটিও সমাবেশ করবে বলে জানা গেছে। যার কারণে এখন পুলিশ-জামায়ত মুখোমুখি হওয়ার আশঙ্কা থাকলেও আওয়ামী লীগ ও বিএনপির সমাবেশ শান্তিপূর্ণ হওয়ার তথ্য মিলেছে।
তবে এই মুহূর্তে সংঘাতময় পরিস্থিতি তৈরি হলে নেতিবাচক পয়েন্ট যোগ হবে সরকারের খাতায়। ভিসানীতি বা নিষেধাজ্ঞার এই যুগে এটিও পর্যবেক্ষণ করবে জাতীয় ও আন্তর্জাতিক মহল।
আরও পড়ুন: যে ২০ শর্তে সমাবেশের অনুমতি পেলো আওয়ামী লীগ-বিএনপি
এরই মধ্যে রাজধানীর গুলিস্তানে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে সমাবেশ মঞ্চ করেছে আওয়ামী লীগ। বিএনপির নেতাকর্মীরা রাত থেকেই অবস্থান নিয়েছেন নয়াপল্টনে। সেখানে বিএনপি নেত্রী নিপুণ রায়কে রাতের খাবার বিতরণ করতেও দেখা গেছে।
এদিকে শেষ মুহূর্তে মতিঝিলের শাপলা চত্বরেই মহাসমাবেশ করতে অনড় জামায়াত। শুক্রবার এক বিবৃতিতে দলটির ভারপ্রাপ্ত আমির ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান মহাসমাবেশ সফল করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন।
জামায়াতের ভারপ্রাপ্ত আমির অধ্যাপক মুজিবুর রহমান। ফাইল ছবি।
বিবৃতিতে তিনি বলেন, ‘শনিবার (২৮ অক্টোবর) বাংলাদেশ জামায়াতে ইসলামী ঘোষিত মহাসমাবেশ সর্বাত্মকভাবে সফল করতে হবে এবং কেয়ারটেকার সরকারের অধীনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন দিতে সরকারকে বাধ্য করতে হবে।’
আরও পড়ুন: শাপলা চত্বরে মহাসমাবেশ করতে জামায়াত আমিরের নির্দেশনা
তিনি বলেন, ‘অনির্বাচিত অবৈধ সরকার জগদ্দল পাথরের মতো জাতির ঘাড়ে চেপে বসেছে। এই সরকারের পতন ঘটানো ছাড়া জনগণের অধিকার প্রতিষ্ঠিত করা যাবে না। জামায়াতের মহাসমাবেশ বানচাল করার জন্য কোনো কোনো মহলের পক্ষ থেকে নানাভাবে গুজব ও মিথ্যা তথ্য ছড়িয়ে জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে।’
ভারপ্রাপ্ত আমির বলেন, ‘আমি দেশবাসীকে সরকারি-বেসরকারি মহলের কোনো প্রকার গুজবে কান না দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। কোনো মানুষকে ভয় না করে শুধু আল্লাহকে ভয় করে দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে জামায়াত ঘোষিত মহাসমাবেশে দলে দলে যোগদান করে সর্বাত্মকভাবে সফল করে তোলার জন্য আমি সংগঠনের সব জনশক্তি এবং দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি।’
এসইউজে/বিএ
সর্বশেষ - রাজনীতি
- ১ মঙ্গলবার গুলশানে উদ্বোধন হচ্ছে বিএনপির নির্বাচনি কার্যালয়
- ২ হাসিনাসহ প্রত্যেক খুনিকে বাংলাদেশে হস্তান্তর করতে হবে: আখতার
- ৩ ২৪ না হলে আমাদের মুখ দিয়ে নির্বাচন নামক শব্দ বের হতো না
- ৪ অধিকার প্রতিষ্ঠার নির্বাচনের মিছিলে আমিও আপনাদের সঙ্গে থাকবো
- ৫ জাতিসংঘে ভারতের বিরুদ্ধে নালিশ দিতে বললেন মাহমুদুর রহমান