ভিডিও ENG
  1. Home/
  2. রাজনীতি

জাপার কাজী ফিরোজের বিরুদ্ধে ক্ষোভ ঝাড়লেন যুবলীগের নেতাকর্মীরা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০২:৪৪ এএম, ০৪ ডিসেম্বর ২০২৩

ঢাকা-৬ আসনে জাতীয় পার্টির সংসদ সদস্য কাজী ফিরোজ রশীদের বিরুদ্ধে ক্ষোভ ঝেড়েছেন যুবলীগের নেতাকর্মীরা। তাদের অভিযোগ, ফিরোজ রশীদ পুরান ঢাকার মানুষের সঙ্গে বেইমানি করেছেন। এলাকার অবকাঠামো উন্নয়নে তার কোনো ভূমিকা ছিল না। বিগত নির্বাচনে মহাজোটের প্রার্থী হয়েও যুবলীগের নেতাকর্মীদের সঙ্গে বিরূপ আচরণ করেছেন। কোনো সংকটেই ফিরোজ রশীদকে কাছে পাননি নেতাকর্মীরা।

রোববার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় পুরান ঢাকার ওয়ারীর সানাই কমিউনিটি সেন্টারে এক মতবিনিময় সভায় এসব অভিযোগ করেন যুবলীগের ঢাকা-৬ আসনের আওতাধীন বিভিন্ন থানা, ওয়ার্ড কমিটির নেতাকর্মীরা। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা-৬ নির্বাচনী এলাকায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ সাঈদ খোকনের সঙ্গে এ মতবিনিময় সভার আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ।

সংগঠনটির ভারপ্রাপ্ত সভাপতি মো. মাইন উদ্দিন রানার সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এইচ এম রেজাউল করিম রেজার সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন মোহাম্মদ সাঈদ খোকন।

মতবিনিময় সভায় ৩৯ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি মোহাম্মদ রমজান বলেন, ২০১৮ সালে নির্বাচনের আগের ১৫ দিন আমি ফিরোজ রশীদের প্রিয় লোক ছিলাম। কিন্তু নির্বাচনের পর তিনি আর আমার কোনো খোঁজ নেননি। তার কাছ থেকে ঈদের শুভেচ্ছা বার্তাও পাইনি। কল দিলেও তিনি রিসিভ করেননি। একইভাবে ঢাকা-৬ আসনের জনগণ তাদের সংসদ সদস্যকে কাছে পাননি।

তিনি আরও বলেন, মোহাম্মদ সাঈদ খোকন পুরান ঢাকার প্রিয় মুখ। আমরা তাকে সংসদ সদস্য হিসেবে দেখতে চাই। তাকে বিজয়ী করতে যুবলীগ সাধ্যমত যা যা করা দরকার, তা করবে।

৪০ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি রেজাউল কবির তিতাস বলেন, সাঈদ খোকনকে মনোনয়ন দিয়ে প্রধানমন্ত্রী আমাদের তৃণমূলের চাওয়া পূরণ করেছেন। এখন ভোট ব্যালটের মাধ্যমে সাঈদ খোকনকে বিজয়ী করে প্রধানমন্ত্রীকে নৌকা উপহার দেওয়া আমাদের একমাত্র কাজ।

৪২ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক বাবু ভূঁইয়া বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে ঢাকা-৬ আসনে কাজী ফিরোজ রশীদকে বিজয়ী করেছিলাম। কিন্তু তিনি নির্বাচিত হওয়ার পর ইউটার্ন নিয়েছেন। ফলে দীর্ঘ ১০ বছর আমরা এতিমের মতো ছিলাম। আমরা সাংগঠনিকভাবে অনেক দুর্বল হয়ে পড়েছি। তবে আমাদের ক্রান্তিলগ্নে মোহাম্মদ সাঈদ খোকন সব সময় আগলে রেখেছেন।

৪৪ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক উজ্জ্বল দাস বলেন, এ আসনের জনগণ সংসদ সদস্য থেকে কোনো ধরনের সুযোগ-সুবিধা পাননি। আমরা যুবলীগের নেতাকর্মীরাও অভিভাবকহীন ছিলাম। এখন দলীয় প্রার্থী ঢাকা দক্ষিণের সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকনকে সংসদ সদস্য হিসেবে চাই। তিনি পুরান ঢাকাবাসীর প্রিয়মুখ, আমাদের ঘরের সন্তান।

এমএমএ/এসজে