ভিডিও ENG
  1. Home/
  2. রাজনীতি

বিকেলে ইইউ প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবে তৃণমূল বিএনপি

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০২:১০ পিএম, ০৭ ডিসেম্বর ২০২৩

ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন তৃণমূল বিএনপির নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) বিকেল ৪টায় এ বৈঠক অনুষ্ঠিত হবে। এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তৃণমূল বিএনপি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গুলশান সাইনপুকুর হোটেলে ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধিদের সঙ্গে তৃণমূল বিএনপির বৈঠক অনুষ্ঠিত হবে। এসময় তৃণমূল বিএনপির চেয়ারপারসন শমশের মুবিন চৌধুরী, নির্বাহী চেয়ারপারসন অন্তরা সেলিমা হুদা, মহাসচিব অ্যাডভোকেট ড. তৈমুর আলম খন্দকারসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।

এ বিষয়ে তৃণমূল বিএনপির মহাসচিব অ্যাডভোকেট ড. তৈমুর আলম খন্দকার জাগো নিউজকে বলেন, ‘চলমান রাজনৈতিক বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের সঙ্গে আমাদের বৈঠক হবে। অন্যান্য রাজনৈতিক দলের মতোই আমরাও বৈঠক করব।'

আরএএস/এসআইটি/এএসএম