ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

ব্রাহ্মণবাড়িয়া-৩

এমপি আমার ভোটার হাইজ্যাক করেছেন: স্বতন্ত্র প্রার্থী

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০৫:৫৩ পিএম, ১৩ ডিসেম্বর ২০২৩

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী। এই আসনে স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা ফিরোজুর রহমান। স্বতন্ত্র এই প্রার্থীর কয়েকজন সমর্থককে র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর অনুসারীরা হাইজ্যাক করেছেন বলে অভিযোগ করেছেন ফিরোজুর রহমান।

বুধবার (১৩ ডিসেম্বর) ইসির আপিল শুনানিতে প্রার্থিতা ফিরে পেয়ে সাংবাদিকদের কাছে এই অভিযোগ করেন তিনি।

ফিরোজুর রহমান বলেন, ‘আল্লাহ একজন আছেন। এভাবে নির্বাচন কমিশন কাজ করলে সুষ্ঠু ভোট হবেই। এমপির (র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর) এপিএস মুসা আনসারি আমার ভোটার হাইজ্যাক করেছেন। আপনারা মোবাইল ফোনে দেখেন, হাজার হাজার মানুষ আমার জন্য দোয়া করছে। আমি দেশবাসীর কাছে কৃতজ্ঞ।’

স্বতন্ত্র এই প্রার্থীর সমর্থক মীর মোহাম্মদ বাবুল মিয়া অভিযোগ করে বলেন, ‘ফিরোজুর রহমানের পক্ষে থাকায় আমার বউ-বাচ্চাকে এমপির লোকেরা হাইজ্যাক করেছেন। তাদেরকে এখনো খুঁজে পাইনি। তাদের অপহরণ করেছে।’

এমওএস/কেএসআর/জেআইএম