জাতীয় পার্টির কাউন্সিলের প্রস্তুতি শুরু করছেন রওশনপন্থিরা
আগামীকাল বুধবার (১৪ ফেব্রুয়ারি) সিলেট যাচ্ছেন জাতীয় পার্টির রওশনপন্থি অংশের মহাসচিব কাজী মামুন। হযরত শাহজালাল ও শাহ পরানের মাজার জিয়ারতের মধ্য দিয়ে তারা দশম জাতীয় সম্মেলন প্রস্তুতির কার্যক্রম শুরু করবেন।
মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) পার্টির এ অংশের মুখপাত্র সুনীল শুভ রায়ের নির্দেশনায় দলীয় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সফরে পার্টির মহাসচিবের সঙ্গে থাকবেন হুসেইন মুহাম্মদ এরশাদের পুত্র রাহগির আল মাহি সাদ এরশাদ, প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী গোলাম সরোয়ার মিলন, প্রেসিডিয়াম সদস্য শফিকুল ইসলাম সেন্টু প্রমুখ।
এসএম/এমএইচআর/এমএস
সর্বশেষ - রাজনীতি
- ১ ‘হিউম্যান রাইটস টিউলিপ’ পুরস্কারে মনোনীত তুলিকে অভিনন্দন ফখরুলের
- ২ খালেদা জিয়া গণমানুষের অধিকার আদায়ের নেত্রী: মেয়র শাহাদাত
- ৩ খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে মির্জা ফখরুল
- ৪ শেখ হাসিনার দেশে ফেরা তার ব্যক্তিগত সিদ্ধান্ত হতে পারে না: আখতার
- ৫ নির্বাচন বিলম্বিত না করার লক্ষ্যেই বিএনপি প্রার্থীরা মাঠে রয়েছেন