খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে ফখরুল
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও মহাসচিব মির্জা ফখরুল/ ফাইল ছবি
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গিয়েছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সূত্র জানায়, শুক্রবার রাত সোয়া ৯টার দিকে হাসপাতাল পৌঁছান মির্জা ফখরুল। হাসপাতালে তিনি এক ঘণ্টার মতো অবস্থান করেন।
এদিকে শনিবার দুপুরে নয়াপল্টনে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে দলের পক্ষ থেকে সমাবেশের আয়োজন করা হয়েছে।
গত ২১ জুন দিনগত রাত সাড়ে ৩টায় গুলশানের বাসা ফিরোজায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন খালেদা জিয়া। এরপর তাকে এভারকেয়ার হাসপাতালে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করা হয়।
পরে রোববার খালেদা জিয়ার হৃদযন্ত্রে বসানো হয় পেসমেকার। পরদিন সোমবার বিকেল সোয়া ৪টার দিকে খালেদা জিয়াকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়।
কেএইচ/বিএ