হাসপাতাল থেকে বাসায় ফখরুল
হাসপাতালে চিকিৎসা শেষে বাসায় ফিরেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (১১ জুলাই) বেলা সোয়া ১১টার দিকে গুলশানের ইউনাইটেড হাসপাতাল থেকে তাকে রিলিজ দেওয়া হয়।
চিকিৎসকদের পরামর্শে বর্তমানে তিনি বাসায় বিশ্রামে রয়েছেন। বিএনপি ও হাসপাতাল সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে হৃদরোগজনিত সমস্যা নিয়ে বুধবার (১০ জুলাই) সকাল সোয়া ৮টার দিকে হাসপাতালে ভর্তি হন বিএনপি মহাসচিব।
তবে মহাসচিবের ঘনিষ্ঠ বলে পরিচিত বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অসুস্থতার বিষয়ে তিনি কিছু জানেন না।
হাসপাতাল সূত্রে জানা যায়, হাসপাতালে ভর্তির পর মির্জা ফখরুলের হার্টের এনজিওগ্রাম করা হয়। এনজিওগ্রামের রিপোর্ট ভালো আসে। পরে তিনি ছাড়া পান।
কেএইচ/এমএইচআর/জিকেএস
সর্বশেষ - রাজনীতি
- ১ খালেদা জিয়া ও তারেক রহমানের নিরাপত্তা টিমের প্রধান শামসুল ইসলাম
- ২ তারেকের প্রত্যাবর্তনে শুরু হবে গণতন্ত্র পুনরুত্থানের নতুন অধ্যায়
- ৩ একটি বিশেষ মহল নির্বাচন বানচালের চেষ্টা করছে: দুদু
- ৪ ঢাকার ৩টি আসনে জামায়াতের মনোনয়ন সংগ্রহ করলেন যারা
- ৫ নির্বাচন নিয়ে জনগণের সংশয়, স্বাধীন দেশের জন্য অশনিসংকেত: সালাম