নূরুল ইসলাম বুলবুল
পাখির মতো গুলি করে মানুষ হত্যা ইতিহাসের চরম ন্যক্কারজনক অধ্যায়
ছাত্রদের আন্দোলনে পাখির মতো গুলি করে মানুষ হত্যা পৃথিবীর ইতিহাসে চরম ন্যক্কারজনক একটি অধ্যায় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুল।
বৃহস্পতিবার (২২ আগস্ট) রাজধানীর গেন্ডারিয়ার সাইদ খোকন কমিউনিটি সেন্টারে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদ পরিবারের সদস্যদের সমবেদনা জ্ঞাপন, দোয়া ও আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেছেন, ছাত্র-জনতার দুর্বার গণআন্দোলনে প্রিয় জন্মভূমি বাংলাদেশ আওয়ামী ফ্যাসিবাদি অপশক্তির কবল থেকে মুক্ত হয়েছে। রাষ্ট্রশক্তিকে ব্যবহার করে যারা নরপিশাচের মতো ছাত্র-জনতার হাজার হাজার লাশ ফেলেছে জাতি তাদের কখনোই ক্ষমা করবে না। এসব হত্যাকারীদের অবশ্যই বাংলাদেশের মাটিতে বিচার করা হবে। দীর্ঘ ১৬ বছর ধরে শেখ হাসিনার নির্দেশে আওয়ামী সন্ত্রাসীরা ও প্রশাসন নির্দয়ভাবে অগণিত মানুষকে হত্যা করেছে।

তিনি বলেন, ক্ষমতার শেষ দিনেও এই ফ্যাসিস্ট সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য দেশের ১৮ কোটি মানুষকেই হত্যা করতে চেয়েছিল। ছাত্র-জনতার প্রতিরোধে আওয়ামী সরকার পদত্যাগ করে দেশ ছাড়তে বাধ্য হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শাহাদৎ বরণকারী সব শহীদদের পরিবারের পাশে থাকবে ইনশাআল্লাহ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের নায়েবে আমীর আব্দুস সবুর ফকির, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি মুহা. দেলাওয়ার হোসেন ও মুহাম্মদ কামাল হোসাইন প্রমুখ।
এএএম/এমএইচআর/এমএস