তারেক রহমান বিদেশে প্রলাপ বকছেন : স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, তারেক রহমান বিদেশে বসে পাগলের প্রলাপ বকছেন। বাংলাদেশে ঢুকতে হলে ইতিহাস বিকৃতির কারণে তাকে তওবা করে ঢুকতে হবে।
সোমবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) কেন্দ্রীয় মিলনায়তনে ছাত্রলীগ জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার আলোচনে অনুষ্ঠিত ‘মহান বিজয় দিবস-২০১৪’ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃকায় তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী খালেদা জিয়ার উদ্দেশ্যে বলেন, ২০১৯ সালের আগে আর কোন নির্বাচন নয়। খালেদা জিয়াকেও জনগণের কাছে ক্ষমা চেয়ে আগামী নির্বাচনে আসতে হবে।
আসাদুজ্জামান খান বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত মানুষ অনেক কষ্ট, আন্দোলন, সংগ্রাম ও আত্মত্যাগের বিনিময়ে দেশ স্বাধীন করেছিল। এরপর আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে জঙ্গীবাদ নির্মূল ও মানবতাবিরোধী অপরাধের দায়ে জড়িতদের বিচার কার্যক্রম শুরু করেন।
তৎকালীন জগন্নাথ কলেজের ঐতিহাসিক ভূমিকার কথা উল্লেখ করে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বেদখলকৃত হলসমূহ উদ্ধারে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
অনুষ্ঠানে সংসদ সদস্য কাজী ফিরোজ রশীদ বলেন, উপ-মহাদেশের সবচেয়ে প্রাচীনতম ছাত্র সংগঠন হচ্ছে বাংলাদেশ ছাত্রলীগ। ছাত্রলীগ বঙ্গবন্ধুর নিজ হতে গড়া একটি সংগঠন। জাতির পিতা বন্ধুবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়েই ছাত্রলীগ স্বাধীনতা যুদ্ধ করেছে এবং দেশ স্বাধীন করেছে।
বঙ্গবন্ধুকে নিয়ে যারা কুটক্তি করে তাদের অনেক দুঃসাহস, যেটা আরেকটি ষড়যন্ত্রের পূর্বাভাস বলে তিনি উল্লেখ করেন।
সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু বলেন, খালেদা জিয়া দেশের ছাত্র-সমাজকে কলঙ্কিত করেছে। একই সঙ্গে বিএনপি দেশকে দ্বিধা বিভক্তও করেছে।
উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান বলেন, বিভিন্ন সংগঠন দেশে অপতৎপরতা চালাচ্ছে। তাদের কঠোর হস্তে দমন করতে হবে।
আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি এ কে এম এনামুল হক শামীম বলেন, ১৯৭১ সালের ৭ মার্চ বঙ্গবন্ধুর উনিশ মিনিটের ভাষণটি বাঙালী জাতির জন্য ঐতিহাসিক দিক নির্দেশনা ছিল। যারা স্বাধীনতার অস্তিত্বকে স্বীকার করতে চায় না তাদের এ দেশে থাকার কোন অধিকার নেই।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী কাজী ফিরোজ রশীদ, সংসদ সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাবু, জবি উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান, আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য ও ছাত্রলীগের সাবেক সভাপতি এ কেএম এনামুল হক শামীম, কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ, আওয়ামীলীগ কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক গোলাম সারওয়ার কবীর।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্রলীগ জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এফ এম শরীফুল ইসলাম।
সর্বশেষ - রাজনীতি
- ১ গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে জনমত গঠনে সারাদেশে প্রচারণা চালাবে ৮ দল
- ২ রাজনীতিতে নানা জোট-মহাজোট হচ্ছে, আমরা স্বাগত জানাই: রেজাউল করীম
- ৩ চট্টগ্রাম নগর জামায়াতের সঙ্গে মার্কিন দূতাবাসের কাউন্সেলরের বৈঠক
- ৪ বিশেষ একজন ছাড়া সবাই খারাপ, এই ধারণার পরিবর্তন জরুরি: তারেক রহমান
- ৫ আমার প্রথম প্রতীক ছিল ‘সাইকেল’: ফেসবুকে স্মৃতিচারণ মির্জা ফখরুলের