তারেককে দেশে এনে বিচারের আহবান
তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার জন্য সরকারের প্রতি আহবান জানিয়েছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ। সোমবার রাজধানীর সেগুনবাগিচায় বীরউত্তম খাজা নিজামুদ্দিন মিলনায়তনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের উদ্যোগে ‘বর্তমান প্রেক্ষাপট-চলমান রাজনীতি’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহবান জানান।
ড. হাছান মাহমুদ বলেন, লন্ডনে অবস্থানরত ফেরারী আসামী এবং রাজনীতি না করার মুচলেকা দানকারী বিএনপি নেতা তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার জন্য সরকারের প্রতি আহবান জানাচ্ছি। কেননা দেশের মানুষ যেমন যুদ্ধাপরাধীদের বিচার চায়- তেমনি যুদ্ধাপরাধীদের সহায়তা দানকারীদেরও বিচার চায়।
তিনি আরও বলেন, যুদ্ধাপরাধীদের বিচার বন্ধের ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য তাকে দ্রুত দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা উচিত।
সম্প্রতি লন্ডনের এক আলোচনা সভায় বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ নিয়ে মন্তব্য করার বিষয়ে হাছান বলেন, দেশের মানুষ আশা করেছিল বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া তারেক রহমানের মা হিসেবে তারেক রহমানের বক্তব্যের বিষয়ে দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ ও ক্ষমা প্রার্থনা করবেন। বেগম জিয়া তা না করে তারেক রহমানের বক্তব্য সমর্থন করলেন। এ সমর্থনের মাধ্যমে বেগম জিয়া নষ্টতাই প্রমাণ করলেন। তারেক তার নষ্ট সন্তান।
ড. হাছান আরও বলেন, তারেক রহমান বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ নিয়ে করা তার মন্তব্য সম্পর্কে একটি বিবৃতি দিয়েছেন। এ বিবৃতির মাধ্যমে বোঝা যায় তার বক্তব্য যে দেশের মানুষ ঘৃণাভরে প্রত্যাখান করেছে তা তিনি বুঝতে পেরেছেন।
জোটের সহ-সভাপতি এবং বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব ড. ইনামুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক শাহজাহান আলম সাজু ও জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা প্রমুখ।
সর্বশেষ - রাজনীতি
- ১ ‘হিউম্যান রাইটস টিউলিপ’ পুরস্কারে মনোনীত তুলিকে অভিনন্দন ফখরুলের
- ২ খালেদা জিয়া গণমানুষের অধিকার আদায়ের নেত্রী: মেয়র শাহাদাত
- ৩ খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে মির্জা ফখরুল
- ৪ শেখ হাসিনার দেশে ফেরা তার ব্যক্তিগত সিদ্ধান্ত হতে পারে না: আখতার
- ৫ নির্বাচন বিলম্বিত না করার লক্ষ্যেই বিএনপি প্রার্থীরা মাঠে রয়েছেন