জাতিসংঘের প্রতিনিধিদলের সঙ্গে জামায়াতের সাক্ষাৎ
জাতিসংঘ মানবাধিকার কমিশনের প্রতিনিধিদলের সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতিনিধিদলের বৈঠক হয়েছে। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) ঢাকায় জাতিসংঘ কার্যালয়ে এই বৈঠক হয়। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন সংগঠনের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।
বৈঠকে অংশগ্রহণ করেন দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন, কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া সেক্রেটারী মতিউর রহমান আকন্দ।
সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, তাদের মধ্যে দেশের বর্তমান অবস্থা, আগামী দিনে দেশের উন্নয়ন, ফেয়ার নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে।
তারা দেশকে কীভাবে দেখতে চায় তা নিয়েও কথা হয়েছে বলে জানান তাহের।
এএএম/এমআইএইচএস
সর্বশেষ - রাজনীতি
- ১ রাজনীতিতে নানা জোট-মহাজোট হচ্ছে, আমরা স্বাগত জানাই: রেজাউল করীম
- ২ চট্টগ্রাম নগর জামায়াতের সঙ্গে মার্কিন দূতাবাসের কাউন্সেলরের বৈঠক
- ৩ বিশেষ একজন ছাড়া সবাই খারাপ, এই ধারণার পরিবর্তন জরুরি: তারেক রহমান
- ৪ আমার প্রথম প্রতীক ছিল ‘সাইকেল’: ফেসবুকে স্মৃতিচারণ মির্জা ফখরুলের
- ৫ নিজের দল বিলুপ্ত করে বিএনপিতে যোগ দিলেন সেলিম