মজিবুর রহমান মঞ্জু
সরকারের প্রতি জনআকাঙ্ক্ষা ছিল, উল্লেখযোগ্য উন্নতি দেখা যাচ্ছে না
আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, গণঅভ্যুত্থান পরবর্তী সরকারের নিকট জনগণের ব্যাপক আকাঙ্ক্ষা ছিল। বিশেষ করে গণহত্যার বিচার, সিন্ডিকেট ভেঙে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইনশৃংখলা পরিস্থিতির উন্নতিসহ নানান বিষয়ে এখনো উল্লেখযোগ্য কোনো উন্নতি পরিলক্ষিত হচ্ছে না। যা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের ঐক্য ধীরে ধীরে বিনষ্ট করছে।
রোববার (২ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় কার্যালয়ে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) নবগঠিত সম্পাদকীয় কমিটির অভিষেক অনুষ্ঠানে তিনি এসব বক্তব্য রাখেন।
তিনি আরও বলেন, আমাদের রাজনীতিই হচ্ছে রাষ্ট্র মেরামত রাজনীতি। আমরা সম্পাদকীয় কমিটি গঠনও করেছি অনেকটা শ্যাডো মন্ত্রণালয়ের আদলে। যার ফলে নাগরিকের অধিকার প্রতিষ্ঠা, দেশের স্বার্থে জাতীয় ঐকমত্য তৈরি এবং নতুন রাজনীতি সম্পর্কে জনগণের মধ্যে সুস্পষ্ট ধারণা সৃষ্টি করতে পারাই নবগঠিত সম্পাদকদের জন্য বিরাট চ্যালেঞ্জ।
এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের সঞ্চালনায় অনুষ্ঠিত অভিষেক অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. মেজর (অব.) আব্দুল ওহাব মিনার, ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট গোলাম ফারুক, লে. কর্নেল (অব.) হেলাল উদ্দিনসহ কেন্দ্রীয় নেতারা।
এএএম/এমএইচআর/জেআইএম
সর্বশেষ - রাজনীতি
- ১ ‘হিউম্যান রাইটস টিউলিপ’ পুরস্কারে মনোনীত তুলিকে অভিনন্দন ফখরুলের
- ২ খালেদা জিয়া গণমানুষের অধিকার আদায়ের নেত্রী: মেয়র শাহাদাত
- ৩ খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে মির্জা ফখরুল
- ৪ শেখ হাসিনার দেশে ফেরা তার ব্যক্তিগত সিদ্ধান্ত হতে পারে না: আখতার
- ৫ নির্বাচন বিলম্বিত না করার লক্ষ্যেই বিএনপি প্রার্থীরা মাঠে রয়েছেন