ভিডিও EN
  1. Home/
  2. প্রবাস

জগন্নাথ হল অ্যালামনাই অস্ট্রেলিয়ার সভাপতি নিকেশ সম্পাদক কমল

প্রবাস ডেস্ক | প্রকাশিত: ১০:৫৪ এএম, ১১ আগস্ট ২০২৫

শতদল তালুকদার, অস্ট্রেলিয়া থেকে

জগন্নাথ হল অ্যালামনাই অ্যাসোসিয়েশন অস্ট্রেলিয়ার বার্ষিক সাধারণ সভা (এজিএম) এবং কমিটি নবায়ন করা হয়েছে। অনুষ্ঠানে সংগঠনের অ্যালামনাইরা অংশ নেন।

এ সময় বিদায়ী সম্পাদক প্রশান্ত সাহা গত বছরের অর্জন নিয়ে আলোচনা করেন। সফল ইভেন্ট, দাতব্য উদ্যোগ এবং অ্যালামনাই নেটওয়ার্ককে শক্তিশালী করার প্রচেষ্টার কথা উল্লেখ করেন। বছরের আর্থিক প্রতিবেদনও উপস্থাপন করা হয়।

এজিএমের একটি মূল আকর্ষণ ছিল নতুন নির্বাহী কমিটির নির্বাচন। নতুন নেতৃত্ব দলটি আগামী বছরের জন্য তাদের দৃষ্টিভঙ্গি তুলে ধরেন যা আরও বেশি অ্যালামনাইদের সম্পৃক্ত করা, আউটরিচ প্রোগ্রাম সম্প্রসারণ এবং বাংলাদেশের বর্তমান ছাত্রদের সহায়তা করার ওপর গুরুত্ব দেয়।

জগন্নাথ হল অ্যালামনাই অস্ট্রেলিয়ার সভাপতি নিকেশ সম্পাদক কমল

সংগঠনের কমিটি নির্বাচন করার জন্য নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন মৃণালেন্দু দে। সর্বসম্মতিতে সভাপতি নির্বাচিত হন নিকেশ নাগ আর নির্মল চৌধুরী হয় সহ-সভাপতি। সংগঠনের সাধারণ সম্পাদক নির্বাচিত হন কমল জোয়াদ্দার। আর কোষাধক্ষ হিসেবে বেছে নেওয়া হয় চিন্ময় কর্মকারকে। স্পোর্টস সেক্রেটারি হন বিশ্বজিত চক্রবর্তী। আর শতদল তালুকদারকে দায়িত্ব দেওয়া হয় মিডিয়া ও কালচারাল সেক্রেটারির। অন্যান্য এক্সিকিউটিভ সদস্য হিসেবে নির্বাচিত হন সুবল চৌধুরী, প্রশান্ত সাহা ও প্রবীর সি মাহাতো।

নতুন কমিটির সভাপতি নিকেশ নাগ স্বাগত বক্তব্যে বলেন, এজিএমটি অ্যালামনাইদের পুরোনো বন্ধুদের সঙ্গে পুনরায় সংযোগ স্থাপনের, স্মৃতি শেয়ার করার এবং জগন্নাথ হলের বর্তমান ছাত্রদের কল্যাণে অবদান রাখার উপায় নিয়ে আলোচনা করা হয় সাধারণ সম্পাদক কমল জোয়াদ্দার সবাইকে সহযোগিতা করার আহ্বান করেন।

এমআরএম/জেআইএম