মালয়েশিয়ায় ভুয়া ইমিগ্রেশন কর্মকর্তার ছদ্মবেশে প্রতারণা
সংগৃহীত ছবি
মালয়েশিয়ায় ভুয়া ইমিগ্রেশন কর্মকর্তার ছদ্মবেশে প্রতারণা। মাত্র এক মাসেই এই চক্রের ফাঁদে পড়ে বিভিন্ন প্রতিষ্ঠানের মালিক ও নিয়োগদাতাদের মোট ৫৭ হাজার রিঙ্গিত খোয়া গেছে।
মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যের ইমিগ্রেশন বিভাগের পরিচালক খাইরুল আমিনুস কামারুদ্দিন জানান, সম্প্রতি তারা একাধিক অভিযোগ পেয়েছেন। প্রতারকরা ফোনে নিজেদের ইমিগ্রেশন কর্মকর্তা পরিচয় দিয়ে দাবি করে বলেন বিদেশি কর্মীরা অভিযানে আটক হয়েছে। পরে ওই কর্মীদের মুক্তির নামে তড়িঘড়ি টাকা দাবি করা হয়। পেমেন্ট নেওয়া হয় ‘টাচ এন গো’ ই-ওয়ালেট অথবা নগদ টাকার মাধ্যমে। আতঙ্কে অনেক মালিকই যাচাই না করেই টাকা পাঠিয়ে দেন এবং পরে ইমিগ্রেশন অফিসে এসে বিষয়টি জানান।
খাইরুল আমিনুস বলেন, যখন তদন্ত করা হয় দেখা যায় প্রতারকের ব্যবহৃত নম্বর বন্ধ এবং তারা ইমিগ্রেশন কর্মকর্তার ছবি ব্যবহার করেছে বিশ্বাস অর্জনের জন্য।
তিনি জানান, প্রতিটি কর্মীর জন্য ৫ হাজার থেকে ১০ হাজার রিঙ্গিত পর্যন্ত হাতিয়ে নেওয়া হয়েছে। শুধু গত মাসেই এভাবে মোট ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ৫৭ হাজার রিঙ্গিত।
ইমিগ্রেশন বিভাগের পরিচালক জোর দিয়ে বলেন, ইমিগ্রেশন কখনোই ফোনকল বা ই-ওয়ালেটের মাধ্যমে কোনো ধরনের টাকা দাবি করে না। সেপ্টেম্বর থেকে এ ধরনের প্রতারণা শনাক্ত হচ্ছে এবং প্রতিটি ঘটনার পরিপ্রেক্ষিতে নিয়মিত পুলিশ রিপোর্ট করা হচ্ছে।
তিনি মালিকদের সতর্ক করে বলেন, যে কোনো সন্দেহজনক তথ্য যাচাইয়ের সবচেয়ে সহজ উপায় হলো সরাসরি ইমিগ্রেশন অফিসে উপস্থিত হওয়া। ফোনকল বা এসএমএসে বিশ্বাস করবেন না।
খাইরুল আমিনুস আশ্বাস দেন, এই প্রতারণা চক্র সম্পর্কে আরও বিস্তৃত প্রচার চালানো হবে, যেন মালিকরা সতর্ক হন এবং আধুনিক কৌশলে পরিচালিত এসব প্রতারণার শিকার না হন।
এমআরএম/জেআইএম