ভিডিও EN
  1. Home/
  2. প্রবাস

মালয়েশিয়ার জোহর রাজ্যে বাংলাদেশিসহ ৯২ অবৈধ প্রবাসী আটক

আহমাদুল কবির | মালয়েশিয়া | প্রকাশিত: ১২:৪৬ পিএম, ৩০ নভেম্বর ২০২৫

মালয়েশিয়ার জোহর রাজ্যের টাম্পই ইন্দাহ এলাকায় পরিচালিত ব্যাপক অভিযানে মোট ৯২ জন অবৈধ প্রবাসীকে আটক করেছে ইমিগ্রেশন বিভাগ। শুক্রবার ভোরে শুরু হওয়া এই অভিযানটি জোহর ইমিগ্রেশন পরিচালক দাতুক মোহদ রুসদি মোহদ দারুসের নেতৃত্বে পরিচালিত হয়।

তিনি জানান, ভোর ৪টা থেকে শুরু হওয়া এই সমন্বিত অভিযানে পাঁচটি ভিন্ন অপারেশন অপস সেলেরা, অপস মারি, অপস সাপু, অপস বেলাঞ্জা এবং অপস পিন্টু একযোগে পরিচালিত হয়।

অভিযান চালানো হয় এমন ব্যবসাপ্রতিষ্ঠান ও আবাসিক এলাকায় যেগুলোতে অবৈধ অভিবাসী কর্মী নিয়োগ বা আশ্রয় দেওয়া হচ্ছে বলে তথ্য পাওয়া যায়।

মালয়েশিয়ার জোহর রাজ্যে বাংলাদেশিসহ ৯২ অবৈধ প্রবাসী আটক

রোববার (৩০ নভেম্বর) এক বিবৃতিতে মোহদ রুসদি বলেন, গোয়েন্দা তথ্য এবং জনসাধারণের সরবরাহ করা তথ্যের ভিত্তিতে পোশাক তৈরির কারখানা, সৌন্দর্য সেবা কেন্দ্র এবং রেস্তোরাঁসহ বিভিন্ন স্থানে এই অভিযান পরিচালিত হয়।

আটক হওয়া ৯২ জন অবৈধ প্রবাসীর মধ্যে রয়েছেন, ইন্দোনেশিয়ার ১৯ জন পুরুষ ও চারজন নারী, অতিরিক্ত আরও ১৫ জন পুরুষ ও পাঁচজন নারী, শ্রীলঙ্কার সাতজন পুরুষ ও দুইজন নারী, মিয়ানমারের ১৯ জন পুরুষ ও ৯ জন নারী, বাংলাদেশের আটজন পুরুষ, পাকিস্তানের দুইজন পুরুষ, চীনের একজন নারী, ফিলিপাইনের একজন নারী। আটকদের বয়স ১৯ থেকে ৫৭ বছরের মধ্যে।

মালয়েশিয়ার জোহর রাজ্যে বাংলাদেশিসহ ৯২ অবৈধ প্রবাসী আটক

আটক প্রবাসীরা বিভিন্ন অভিবাসন আইন লঙ্ঘন করেছেন জানিয়ে পরিচালক বলেন, অভিবাসীদের বৈধ পারমিট ছাড়া কাজ করা, ভিজিট পাস বা ওয়ার্ক পারমিটের শর্ত ভঙ্গ করা। ইমিগ্রেশন অ্যাক্ট ১৯৫৯/৬৩ এবং ইমিগ্রেশন রেগুলেশন ১৯৬৩ লঙ্ঘন।

আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের জন্য সেটিয়া ট্রপিকা ইমিগ্রেশন ডিপোতে নেওয়া হয়েছে এবং তদন্ত চলমান।

এমআরএম/এমএস