ভিডিও EN
  1. Home/
  2. প্রবাস

আন্তর্জাতিক আইন মানতে ইসরায়েলের প্রতি মালয়েশিয়ার আহ্বান

আহমাদুল কবির | প্রকাশিত: ০২:১৭ পিএম, ১৩ ডিসেম্বর ২০২৫

ফিলিস্তিনি ভূখণ্ডসহ আন্তর্জাতিক আইনের আওতায় সব ধরনের বাধ্যবাধকতা পূর্ণাঙ্গভাবে পালনের জন্য ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে মালয়েশিয়া। ২২ অক্টোবর আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) প্রদত্ত পরামর্শমূলক মতামতের আলোকে এ দাবি জানানো হয়।

১২ ডিসেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে গৃহীত এক প্রস্তাবকে স্বাগত জানিয়ে মালয়েশিয়া জানায়, ওই প্রস্তাবে জাতিসংঘ, অন্যান্য আন্তর্জাতিক সংস্থা ও সংশ্লিষ্ট তৃতীয় দেশগুলোর প্রতি ইসরায়েলের দায়িত্ব ও দায়বদ্ধতা পুনর্ব্যক্ত করা হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় উইসমা পুত্রার এক বিবৃতিতে বলা হয়, এর মধ্যে রয়েছে ফিলিস্তিনি জনগণের কাছে মানবিক সহায়তার পথ নির্বিঘ্ন রাখা। বিশেষ করে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থীদের জন্য ত্রাণ ও কর্মসংস্থান সংস্থা (ইউএনআরডব্লিউএ), অন্যান্য আন্তর্জাতিক সংস্থা ও জাতিসংঘ সদস্য রাষ্ট্রগুলোর মাধ্যমে। একই সঙ্গে ফিলিস্তিনিদের মৌলিক অধিকার সুরক্ষা এবং জাতিসংঘের বিশেষাধিকার ও দায়মুক্তি সম্মান নিশ্চিত করতে হবে।

বিবৃতিতে আরও জানানো হয়, সংশ্লিষ্ট প্রস্তাবটি জাতিসংঘের সদস্য দেশগুলোর ব্যাপক সমর্থন পেয়ে ১৩৯ ভোটে গৃহীত হয়েছে।

মালয়েশিয়ার নেতৃত্বে সমমনা দেশগুলোর উদ্যোগে উত্থাপিত এ প্রস্তাব আন্তর্জাতিক আইনকে সমুন্নত রাখে এবং আইসিজের পরামর্শমূলক মতামতের সিদ্ধান্তসমূহ দ্রুত ও পূর্ণাঙ্গভাবে বাস্তবায়নের বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের সম্মিলিত অঙ্গীকারের প্রতিফলন ঘটায়।

বিবৃতিতে বলা হয়, আন্তর্জাতিক আইন ও সংশ্লিষ্ট জাতিসংঘ প্রস্তাবনার আলোকে ফিলিস্তিন ইস্যুতে ন্যায্য, সমন্বিত ও টেকসই সমাধান নিশ্চিত করতে মালয়েশিয়া আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখবে।

এমআরএম/এএসএম