ভিডিও ENG
  1. Home/
  2. প্রবাস

২০২৬ সাল নিয়ে আশাবাদী মালয়েশিয়ার উৎপাদন খাত

আহমাদুল কবির | প্রকাশিত: ০৮:৫২ এএম, ০৩ জানুয়ারি ২০২৬

২০২৫ সালের শেষ প্রান্তিকে ইতিবাচক ধারায় থেকে বছর শেষ করেছে মালয়েশিয়ার উৎপাদন খাত। নতুন বছরের শুরুতেও উৎপাদন ও সামগ্রিক কার্যক্রম নিয়ে আশাবাদ প্রকাশ করছেন দেশটির শিল্পখাত সংশ্লিষ্টরা। এসঅ্যান্ডপি গ্লোবালের সর্বশেষ জরিপ অনুযায়ী, ডিসেম্বর মাসে মালয়েশিয়ার মৌসুম সমন্বিত ম্যানুফ্যাকচারিং পারচেজিং ম্যানেজার্স ইনডেক্স (পিএমআই) অপরিবর্তিত থেকে ৫০.১ পয়েন্টে অবস্থান করেছে।

পিএমআই সূচকে ৫০-এর ওপরে অবস্থান মানে কার্যক্রমে সম্প্রসারণ এবং ৫০-এর নিচে থাকলে সংকোচনের ইঙ্গিত দেয়। সেই হিসাবে ডিসেম্বরেও উৎপাদন খাত সীমিত হলেও ইতিবাচক প্রবৃদ্ধির ধারা বজায় রেখেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

এসঅ্যান্ডপি গ্লোবাল মার্কেট ইন্টেলিজেন্সের অর্থনীতিবিদ মারিয়াম বালুচ বলেন, সর্বশেষ জরিপের সবচেয়ে উল্লেখযোগ্য দিক হলো কর্মসংস্থানের শক্তিশালী বৃদ্ধি। পাশাপাশি উৎপাদনেও স্থিতিশীলতার ইতিবাচক লক্ষণ দেখা যাচ্ছে।

তার মতে, কর্মী নিয়োগ বৃদ্ধির এই ধারা উৎপাদন খাতের আস্থা ও ভবিষ্যৎ পরিকল্পনার প্রতিফলন। এসঅ্যান্ডপি গ্লোবালের বিশ্লেষণে আরও বলা হয়, পিএমআই সূচক ও সরকারি মোট দেশজ উৎপাদন (জিডিপি) পরিসংখ্যানের মধ্যকার ঐতিহাসিক সম্পর্ক ইঙ্গিত দিচ্ছে যে, ২০২৫ সালের শেষ প্রান্তিকে মালয়েশিয়ার অর্থনীতি বছরওয়ারি ভিত্তিতে ‌‘ভালো’ প্রবৃদ্ধি অর্জন করবে।

এর আগে, ২০২৫ সালের তৃতীয় প্রান্তিকে মালয়েশিয়ার অর্থনীতি প্রত্যাশার চেয়ে দ্রুত সম্প্রসারিত হয়। অভ্যন্তরীণ চাহিদা-যা দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধির প্রধান চালিকাশক্তি-শক্ত অবস্থানে থাকায় এই অগ্রগতি সম্ভব হয়েছে, যদিও রপ্তানি খাত তুলনামূলক ধীরগতিতে এগিয়েছে। দেশটির কেন্দ্রীয় ব্যাংকও আশাবাদ ব্যক্ত করে জানিয়েছে, ২০২৫ সালের সামগ্রিক প্রবৃদ্ধি ৪ থেকে ৪.৮ শতাংশের পূর্বাভাসের উচ্চ সীমার কাছাকাছি থাকতে পারে।

সর্বশেষ জরিপের ফলাফলে দেখা যায়, ডিসেম্বর মাসে টানা দ্বিতীয়বারের মতো উৎপাদন খাতে কর্মসংস্থান বেড়েছে। এসঅ্যান্ডপি গ্লোবালের তথ্য অনুযায়ী, এই নিয়োগ বৃদ্ধি জুলাই ২০১২ সালে তথ্য সংগ্রহ শুরুর পর থেকে তৃতীয় সর্বোচ্চ এবং গত সাত বছরের মধ্যে সবচেয়ে দ্রুতগতির।

যদিও ডিসেম্বর মাসে নতুন অর্ডার প্রবাহে কিছুটা শ্লথতার ইঙ্গিত পাওয়া গেছে, তবুও নতুন প্রকল্পের প্রস্তুতি এবং কর্মী ছাড়ের শূন্যস্থান পূরণে প্রতিষ্ঠানগুলো অতিরিক্ত জনবল নিয়োগ করেছে বলে জরিপে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলো জানিয়েছে।

এসঅ্যান্ডপি গ্লোবাল জানায়, সামগ্রিক আশাবাদের মাত্রা কিছুটা কমলেও উৎপাদন বৃদ্ধির সম্ভাবনা নিয়ে প্রতিষ্ঠানের আস্থা ঐতিহাসিকভাবে এখনও শক্ত অবস্থানে রয়েছে। প্রতিষ্ঠানগুলো আশা করছে, সামনে চাহিদার পরিস্থিতি আরও উন্নত হবে এবং তা উৎপাদন বৃদ্ধিকে সহায়তা করবে।

সব মিলিয়ে, ২০২৫ সালের ইতিবাচক সমাপ্তি এবং পিএমআই সূচকের স্থিতিশীল অবস্থান ২০২৬ সালেও মালয়েশিয়ার উৎপাদন খাতের জন্য একটি আশাব্যঞ্জক বার্তা দিচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এমআরএম/এএসএম