ভিডিও ENG
  1. Home/
  2. প্রবাস

মালয়েশিয়ায় বিশেষ অভিযানে ভুয়া মাইকাড শনাক্ত

আহমাদুল কবির | প্রকাশিত: ০৪:০৫ পিএম, ১৫ জানুয়ারি ২০২৬

মালয়েশিয়ার জাতীয় নিবন্ধন বিভাগ (জাবাতান পেনদাফতারান নেগারা-জেপিএন) ‘অপারাসি তেরানচাং জেপিএন (অপস ভেপ)’ নামে এক বিশেষ অভিযান পরিচালনা করেছে।

মালয়েশিয়ায় বিশেষ অভিযানে ভুয়া মাইকাড শনাক্ত

মঙ্গলবার (১৪ জানুয়ারি) সেলাঙ্গরের বান্টিং এলাকার তেলুক পাংলিমা গারাংয়ে অবস্থিত একটি ইলেকট্রনিক্স উৎপাদন কারখানায় এই অভিযান পরিচালিত হয়।

মালয়েশিয়ায় বিশেষ অভিযানে ভুয়া মাইকাড শনাক্ত

সমন্বিত এই অভিযানে জেপিএনের বিশেষ তদন্ত শাখা (বিএসকে), মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগ (জেআইএম) এবং শ্রম বিভাগ (জাবাতান তেনাগা কেরজা-জেটিকে) যৌথভাবে অংশ নেয়। অভিযানে কারখানার প্রায় ৫০০ জন কর্মীর কাগজপত্র ও পরিচয় যাচাই করা হয়।

মালয়েশিয়ায় বিশেষ অভিযানে ভুয়া মাইকাড শনাক্ত

অভিযান শেষে জাতীয় নিবন্ধন বিধিমালা ১৯৯০-এর আওতায় মোট ১৫ ধরনের অপরাধ শনাক্ত করা হয়। এর মধ্যে ১৪ ক্ষেত্রে ভুয়া মাইকাড (জাতীয় পরিচয়পত্র) ব্যবহারের প্রমাণ পাওয়া যায় এবং একক্ষেত্রে অন্যের মাইকাড ব্যবহার করা হয়েছে। পাশাপাশি ২১৯ জন বিদেশি কর্মীকে ইমিগ্রেশন বিভাগ পরবর্তী যাচাইয়ের জন্য তালিকাভুক্ত করেছে।

এছাড়া শ্রম বিভাগ শ্রম আইন অনুযায়ী বিভিন্ন অনিয়মের দায়ে মোট পাঁচটি সমন জারি করেছে। অভিযানে স্বরাষ্ট্র মন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসুতিয়ন বিন ইসমাইল এবং জাতীয় নিবন্ধন বিভাগের মহাপরিচালক দাতো বদরুল হিশাম বিন আলিয়াস উপস্থিত ছিলেন।

এমআরএম/জেআইএম