পরিচয় মিলেছে মালয়েশিয়ায় নিহত ২ বাংলাদেশির

মালয়েশিয়ায় খেজুরের বাক্সের চাপায় নিহত দুই বাংলাদেশির পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- যশোরের বাকের আলী ও কুমিল্লার বোরহান উদ্দিন রাব্বানী। ৫ মে রোববার স্থানীয় সময় বেলা ১১টার দিকে দেশটির পেনাং শহরের পার্শ্ববর্তী ইন্ডাস্ট্রিয়াল এলাকা বুকিত মিনাইং, বুকিত মেরতাজামের একটি গোডাউনে খেজুর নামানোর সময় কাঠের প্লেট ও খেজুরের বাক্সের চাপায় নিহত হন।
প্রতিদিনের মতো খেজুর লোড করার কাজে ব্যস্ত ছিলেন নিহত ২ বাংলাদেশিসহ আরও অনেকেই। হঠাৎ কাঠের প্লেটসহ খেজুরের নিচে চাপা পড়ে। এ সময় স্থানীয়রা ফায়ার সার্ভিসে সংবাদ দিলে ঘটনাস্থলে এসে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত্যুর বিষয়ে নিশ্চিত করেন।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
এ বিষয়ে মালয়েশিয়ার বাংলাদেশ হাইকমিশনের শ্রম কাউন্সিলর মো. জহিরুল ইসলাম জাগো নিউজকে জানান, দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের পেনাং কন্স্যুলারের মাধ্যমে যোগাযোগ অব্যাহত রয়েছে। নিহত বাংলাদেশি দুইজন একই কোম্পানিতে কাজ করতেন। তারা দু’জন বৈধ, আইন অনুযায়ী ক্ষতিপূরণ পাবে। মালিক নিজ খরচে দুটি লাশ দেশে পৌঁছে দেবে। পরিবারকে ক্ষতিপূরণ দেবে।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
তাদের লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরেই দ্রুত দেশে পাঠানো হবে বলে জানিয়েছেন শ্রম কাউন্সিলার জহিরুল ইসলাম।
পবিত্র মাহে রমজানের একদিন আগেই চলে গেলেন তারা। এ মর্মান্তিক দুর্ঘটনায় প্রবাসী ও বিভিন্ন সংগঠনের নেতারা শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
বিজ্ঞাপন
এমআরএম/জেআইএম
আরও পড়ুন
বিজ্ঞাপন