ভিডিও EN
  1. Home/
  2. প্রবাস

চীনে আন্তর্জাতিক সাংস্কৃতিক উৎসবে বাংলাদেশ

প্রবাস ডেস্ক | প্রকাশিত: ০৮:৪৬ এএম, ২৮ নভেম্বর ২০১৯

চীনের চীয়াংশি প্রদেশের নানছাং শহরে অবস্থিত চীয়াংশি ইউনিভার্সিটি অব ফাইন্যান্স অ্যান্ড ইকোনোমিক্স বিশ্ববিদ্যালয়ে পঞ্চম আন্তর্জাতিক সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি দেশটির বাছিয়াও গার্ডেনের উত্তর অঞ্চলের রাইজিং স্কোয়ারে এই আন্তর্জাতিক সাংস্কৃতিক উৎসব আয়োজিত হয়।

China

উদ্বোধনী অনুষ্ঠানে উপ-অধ্যক্ষ ওয়াং শিয়াওপিং এবং ওউইয়াং কাং উপস্থিত ছিলেন। চীনা, বিদেশি শিক্ষক এবং শিক্ষার্থী ছাড়াও উপস্থিত ছিলেন অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা।

China

ইন্টারন্যাশনাল কালচারাল প্রোগ্রামে বাংলাদেশি একটি স্টল ছিল। স্টলে দেশি পোশাক ও খাবার প্রদর্শিত হয়। বাংলাদেশি শিক্ষার্থীদের অংশগ্রহণে নাচ, গান এবং নৃত্য প্রদর্শিত হয়। বাঙালিদের নাচ ও গান উপস্থিতিদের মন জয় করে এবং প্রশংসিত হয়।

China

বাংলাদেশের শিক্ষার্থী কৃষ্ণ ভৌমিকের বাঁশির সুর সবাইকে মুগ্ধ করে এবং মাহমুদুল হাসান অনিক মার্শাল আর্ট পারফরমেন্স করে। বাংলাদেশকে উপস্থাপন করার জন্য সার্বিক সহায়তা করেন আরিফ পারভেজ, মোহাম্মাদ ছাইয়েদুল ইসলাম, নিপুন বিশ্বাস, আকবর হোসেন, মো. সাইফুল্লাহ রাফি, মোহাম্মদ আবিদ হাসান, ইখতিয়ার উদ্দিন ফাহিন, রাফী।

উপ-অধ্যক্ষ ওয়াং শিয়াওপিং চীনা ও ইংরেজী উভয় ভাষায় উদ্বোধনী বক্তব্য দেন। এ সময় তিনি চীনা ও বিদেশি শিক্ষক, শিক্ষার্থী এবং ফটোগ্রাফি সোসাইটির সহকর্মীদের ধন্যবাদ জানান যারা। তার বক্তব্যে পাঁচটি বিশেষণ- সুন্দর, বিস্ময়কর, রঙিন, ফলদায়ক, অর্থপূর্ণ দিয়ে শেষ হয়।

China

বিভিন্ন দেশ থেকে আগত শিক্ষার্থীরা ঐতিহ্যবাহী পোশাক পরে নিজ দেশের নৃতাত্ত্বিক কারুশিল্প, গেম ক্রিয়াকলাপ এবং বিশেষ রান্নার মাধ্যমে দেশের সংস্কৃতি এবং স্থানীয় রীতিনীতি প্রদর্শন করে। সাংস্কৃতিক উৎসবে স্কোয়ারের উভয় পাশে ২৪টি বিদেশি স্টলসহ একটি চীন সংস্কৃতি প্রদর্শনী স্টল ছিল। এক হাজারেরও বেশি চীনা ও বিদেশি শিক্ষক এবং শিক্ষার্থীদের অংশগ্রহণ করে পঞ্চম আন্তর্জাতিক সাংস্কৃতিক উৎসবে।

উৎসবে বাংলাদেশ, রাশিয়া, উজবেকিস্তান, কাজাকিস্তান, দক্ষিণ কোরিয়া, গিনি, আফগানিস্তান, স্পেন, মরোক্কো, পাকিস্তান, লাউজ, ইন্দোনেশিয়াসহ ২০টি দেশ অংশগ্রহণ করে।

ছাইয়েদুল ইসলাম,চীন থেকে/এমআরএম/জেআইএম