ভিডিও EN
  1. Home/
  2. প্রবাস

মেক্সিকোতে ঈদ পুনর্মিলনী-বাংলা নববর্ষ উদযাপন

প্রবাস ডেস্ক | প্রকাশিত: ০৩:৫৬ পিএম, ১৭ মে ২০২২

মেক্সিকো সিটিস্থ বাংলাদেশ দূতাবাসের আয়োজনে উৎসবমুখর পরিবেশে ঈদ পুনর্মিলনী ও বাংলা নববর্ষ-১৪২৯ উদযাপন করা হয়েছে। অনুষ্ঠানের শুরুতে, পহেলা বৈশাখের মুখোশ, ফেস্টুন ও ব্যানারে সুসজ্জিত হয়ে দূতাবাস প্রাঙ্গণ থেকে মঙ্গল শোভাযাত্রা দূতাবাসের সম্মুখের সড়ক প্রদক্ষীণ করে।

mezico5

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আমন্ত্রিত কূটনীতিক, স্থানীয় বাংলাদেশি কমিউনিটির সদস্য, দূতাবাসের কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারের সদস্যরা বর্ণাঢ্য শোভাযাত্রায় স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

mezico5

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

রাষ্ট্রদূত আবিদা ইসলাম স্বাগত বক্তব্যে অতিথিদের বাংলা নববর্ষ ও ঈদের শুভেচ্ছা জানিয়ে দুটি বৃহৎ উৎসবের পটভূমি আমন্ত্রিত অতিথিদের কাছে তুলে ধরেন। ঐতিহ্যবাহী মঙ্গল শোভাযাত্রাকে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য হিসেবে স্থান দেওয়ার বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, এটি বাঙালিদের জন্য অত্যন্ত গর্বের এবং সম্মানের।

mezico5

বিজ্ঞাপন

এ সময় তিনি দেশীয় ঐতিহ্যকে ধারণ করার পাশাপাশি বাংলাদেশের সংস্কৃতিকে বিদেশের মাটিতে যথাযথভাবে তুলে ধরার জন্য আগত বাংলাদেশিদের তিনি নিজ নিজ অবস্থান থেকে সচেষ্ট হওয়ার আহ্বান জানান।

jagonews24

দূতাবাসের সব কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় বাংলাদেশিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের পর এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় যা- মেক্সিকোতে একটি ছোট্ট বাংলাদেশের আবহ তৈরি করে। বাংলাদেশি ঐতিহ্যবাহী খাবার পরিবেশনের মাধ্যমে বাংলা নববর্ষ ও ঈদ পুনর্মিলনীর এই আনন্দঘন অনুষ্ঠানের সফল সমাপ্তি ঘটে।

বিজ্ঞাপন

এমআরএম/এমএস

বিজ্ঞাপন