ভিডিও EN
  1. Home/
  2. প্রবাস

মালদ্বীপে বাংলাদেশ মিশনে গণহত্যা দিবস পালন

মোহাম্মদ মাহামুদুল | মালদ্বীপ | প্রকাশিত: ০৫:৩২ পিএম, ২৫ মার্চ ২০২৩

বাংলাদেশ হাইকমিশন মালদ্বীপে যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার (২৫ মার্চ) মিশনে আয়োজিত এক আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এস এম আবুল কালাম আজাদ।

পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন মাওলানা তাজুল ইসলাম। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির বাণী পাঠ করে শোনান যথাক্রমে শিরিন ফারজানা ও চন্দন কুমার সাহা।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

Maldip

প্রধান অতিথি হাইকমিশনার তার বক্তব্যে স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু ও গণহত্যায় নিহত শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তিনি আশাবাদ ব্যক্ত করেন, এক দিন এ হত্যাকাণ্ডের আন্তর্জাতিক স্বীকৃতি ও ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে। তিনি প্রবাসী বাংলাদেশিদের স্বাধীনতার চেতনা ধারণ করে প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী ২০৪১ সালে উন্নত স্মার্ট বাংলাদেশ ও বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তোলার জন্য একযোগে কাজ করতে অনুরোধ জানান।

Maldip

বিজ্ঞাপন

শেষে গণহত্যা বিষয়ক একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। সবশেষে ২৫ মার্চ ১৯৭১ সালে নিহত শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া করা হয়।

অনুষ্ঠানে হাইকমিশনের সব কর্মকর্তা-কর্মচারী ও উল্লেখযোগ্য সংখ্যক প্রবাসী বাংলাদেশি অংশ নেন।

মোহাম্মদ মাহামুদুল/এমআইএইচএস/এমএস

বিজ্ঞাপন