ইতালি
স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক-সদস্য সচিবের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ইতালি দক্ষিণ শাখার আহ্বায়ক আইয়ুব আলী ও সদস্য সচিব দেলোয়ার হোসেনের বিরুদ্ধে একই সংগঠনের কয়েকজনের সংবাদ সম্মেলনে মিথ্যা, বানোয়াট ও মনগড়া অভিযোগ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার ভিত্তিহীন বলে নাকচ করা হয়েছে।
সম্প্রতি সংবাদ এক সম্মেলনের বিরুদ্ধে পালটা সংবাদ সম্মেলন করেন স্বেচ্ছাসেবক দল পালের মো. শাখার আহ্বায়ক কমিটির নেতারা। এ সময় তারা নেতাদের বিরুদ্ধে মনগড়া বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
তারা বলেন, একটি মহল আওয়ামী সমর্থিত লোকদের সঙ্গে আঁতাত করে জাতীয়তাবাদে বিশ্বাসী নেতাদের বিভক্ত এবং সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে উঠেপড়ে লেগেছে, এ ধরনের হীন কার্যক্রমে পালেরমো বিএনপির কয়েকজন নেতৃত্বস্থানীয় নেতার সম্পৃক্ততা রয়েছে বলেও জানান তারা।
সংবাদ সম্মেলনে ভার্চুয়ালি যোগ দেন ইতালি স্বেচ্ছাসেবক দল দক্ষিণের আহ্বায়ক আইয়ুব আলী ও সদস্য সচিব দেলোয়ার হোসেন। তারা বলেন, তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। একটি কুচক্রী মহল তাদের সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করায় তারা এর নিন্দা জানান।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
সংগঠনের আহ্বায়ক আলাউদ্দিন দুলালের সভাপতিত্বে ও সদস্য সচিব হোসাইন আহমেদ আবুলের পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আনোয়ার হোসেন, যুগ্ম আহ্বায়ক মিয়া মোহাম্মদ কাওছার, মাহবুবুর রহমান তালুকদার ও মোস্তফা কামাল, সদস্য মিয়া মোহাম্মদ ছায়েদ, ইব্রাহিম খলিল কাইউমসহ অন্যান্য নেতা।
বিজ্ঞাপন
এছাড়া উপস্থিত ছিলেন ইতালি বিএনপির সাবেক সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক তনির খান, সদস্য আশাহিদ আহমেদ মোশাহিদ, হাজী খোরশেদ আলম, পালেরমো বিএনপির সাবেক প্রতিষ্ঠাকালীন সভাপতি শাহাদাত হোসেন, সহ-সভাপতি মো. আমিরুল হোসেন সরকার, মো. আজহারুল হক, এক নম্বর সদস্য একে আজাদ।
উল্লেখ্য, ২০২৩ সালের ১০ ফেব্রুয়ারি বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি এস.এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজীব আহসানের অনুমোদনক্রমে আইয়ুব আলীকে আহ্বায়ক ও দেলওয়ার হোসেনকে সদস্য সচিব করে ৭১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেওয়া হয়।
এরই পরিপ্রেক্ষিতে চলতি বছরের ২১ সে ফেব্রুয়ারি মো. আলাউদ্দিন দুলালকে আহ্বায়ক ও হোসাইন আহমেদ আবুলকে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট স্বেচ্ছাসেবক দল পালেরমো শাখার কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
নেতারা আগামী নির্বাচনে আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করে জাতীয় নির্বাচনে অংশগ্রহণ ও দেশ পরিচালনার কাজে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করা আহ্বান জানান।
এমআরএম/জিকেএস
বিজ্ঞাপন