ভিডিও EN
  1. Home/
  2. প্রবাস

মালয়েশিয়ায় চার বাংলাদেশি গ্রেফতার

আহমাদুল কবির | প্রকাশিত: ০৩:০১ এএম, ১৭ মার্চ ২০২৫

মালয়েশিয়ার কেলানটানে চার বাংলাদেশিসহ ৩৫ অবৈধ অভিবাসীকে গ্রেফতার করেছে অভিবাসন বিভাগ। শনিবার ভোরে কোটা ভারু শহরের আশপাশে এক এনফোর্সমেন্ট অভিযানে এদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারদের মধ্যে ২৬ জন ইন্দোনেশিয়ার, যাদের দুইজন শিশু। রোববার (১৬ মার্চ) কেলান্তান রাজ্য ইমিগ্রেশন বিভাগের (জেআইএম) পরিচালক মোহাম্মদ ইউসুফ খান মোহাম্মদ হাসান এক বিবৃতিতে এ তথ্য জানান।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তিনি বলেন, অভিযানে গ্রেফতার অবৈধ অভিবাসীদের বয়স ২৬ থেকে ৫৮ বছরের মধ্যে। তবে তাদের বাবা-মায়ের সঙ্গে আটক শিশুদের বয়স ১৩ এবং ১৭ বছর।

গ্রেফতারদের মধ্যে বেশিরভাগই (২৬ জন) ইন্দোনেশিয়ার নাগরিক। এছাড়া চারজন বাংলাদেশি, দুইজন ভারতীয় এবং তিনজন মিয়ানমারের নাগরিক রয়েছেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩ এর ধারা ৬ (১) (গ), ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩ এর ধারা ১৫ (১) (গ) এবং ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩ এর ধারা ৫৬ (১) (ল) এর অধীনে আরও তদন্তের জন্য গ্রেফতারদের তানাহ মেরাহ ইমিগ্রেশন ডিপোতে নিয়ে যাওয়া হয়েছে। দেশটির অভিবাসন বিভাগ এ তথ্য জানিয়েছে।

কেএসআর/

বিজ্ঞাপন