জাতিসংঘ সদর দফতরের সামনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত
সুইজারল্যান্ডের জেনেভায় প্রবাসী বাংলাদেশিরা জাতিসংঘের সদর দফতরের সামনে অস্থায়ী শহীদ মিনার নির্মাণ করে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করেছেন।
বাংলাদেশ ক্লাব, জেনেভার উদ্যোগে নির্মিত একুশের শহীদ বেদীতে বাংলাদেশ স্থায়ী মিশন জেনেভার প্রথম সচিব মো. রবিউল ইসলাম ফুলেল শ্রদ্ধা জানিয়ে দিবসের সূচনা করেন।
এরপর বাংলাদেশ ক্লাব জেনেভার সভাপতি আমজাদ চৌধুরী ও সাধারণ সম্পাদক মশিউর রহমান সুমনের নেতৃত্বে সংগঠনের নেতাকর্মী ছাড়াও বঙ্গবন্ধু পরিষদের সভাপতি শ্যামল খান, আওয়ামী লীগ নেতা খলিলুর রহমানসহ সাধারণ প্রবাসীরাও ফুলেল শ্রদ্ধা জানান।
এসময় কিছু বিদেশিও ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। প্রবাসীরা নতুন প্রজন্মের কাছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্য তুলে ধরার আহ্বান জানান। তারা ২৫ মার্চকে গণহত্যা দিবস হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি দানের জন্য জাতিসংঘের প্রতি আহ্বান জানান।
এছাড়াও বাংলাদেশ স্থায়ী মিশন জেনেভা অমর একুশের আলোচনা সভার আয়োজন করে। অনুষ্ঠানে রাষ্ট্রদূত শামীম আহসান ও উপ-রাষ্ট্রদূত নজরুল ইসলামসহ প্রবাসীরা উপস্থিত ছিলেন।
এআরএস/পিআর