ভিডিও ENG
  1. Home/
  2. প্রবাস

সংহতি সাহিত্য পরিষদের উদ্যোগে আমিরাতে বাঙালিয়ানা উৎসব

প্রকাশিত: ০৭:৫৭ এএম, ০৮ এপ্রিল ২০১৭

‘বিশ্ব মানব হবি যদি শ্বাশত, বাঙালি হ’ এই স্লোগানে নববর্ষকে স্বাগত জানিয়ে বর্ণাঢ্য আয়োজনে সংযুক্ত আরব আমিরাত সংহতি সাহিত্য পরিষদের উদ্যোগে বাঙালিয়ানা উৎসব অনুষ্ঠিত হয়েছে।

আমিরাত সংহতি সাহিত্য পরিষদের সভাপতি মোস্তাকা মৌলার সভাপতিত্বে পরিষদের সম্পাদক কবি লুৎফুর রহমানের সঞ্চালনায় শুক্রবার (৭ এপ্রিল) শারজাহ শেখ ফয়সল এলাকায় জাতীয় সংগীতের মধ্য দিয়ে শুরু হয় উৎসব। উৎসব সমন্বয়ক ছিলেন সংহতি আমিরাতের সহ-সভাপতি সৈয়দা দেবা।

আমিরাত প্রবাসীদের প্রাণের আমেজে বৈশাখের পুঁথি, জারি, ভাটিয়ালি, লোকগীতি, কবিতা, লোকনৃত্য, উৎসবে দেশীয় খাবার, পিঠা প্রদর্শনী, ও মুক্তিযুদ্ধের গান ছিল এই উৎসবে। শিশুরাও এসেছিলেন বাঙালি সাজে। প্রবাসে বেড়ে ওঠা প্রজন্মকে বাংলা সংস্কৃতির সঙ্গে পরিচয় করাতে এমন আয়োজনের প্রয়োজন বলে জানান প্রবাসীরা।

এতে গান পরিবেশন করেন আমিরাত প্রবাসী কণ্ঠশিল্পী রেহানা রহমান, ইয়াছমিন কালাম, জসিম উদ্দিন পলাশ, শম্পা শফিক, মাসুম, ত্হমিনা রিক্তা, সাবরিনা মেহেরুন ও সঞ্জয় ঘোষ। কবিতা আবৃতি করেন প্রফেসর আবদুস সবুর, সৈয়দা দিবা, আহমেদ ইফতিখার পাভেল, আবদুল্লাহ শাহিন, মাহনুর রওশন মুমু এবং নাচ পরিবেশন করেন তিশা সেন।

উৎসবে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিআইপি জেসমিন আক্তার, নারী উদ্যোক্তা শাফিয়া আক্তার আখি, এনআরবি ব্যাংক পরিচালক আবদুল করিম ও শফিকুল ইসলাম প্রমুখ।

এআরএস/এমএস

আরও পড়ুন