ভিডিও EN
  1. Home/
  2. প্রবাস

রোমে বৃহত্তর ঢাকা সমিতির ইফতার

প্রকাশিত: ০৪:৪৪ এএম, ১২ জুন ২০১৭

ইতালির রাজধানী রোমে বৃহত্তর ঢাকা সমিতির আয়োজনে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গত রোববার রোমের ভিয়া মারানেল্লার পার্কে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশিসহ অন্যান্য দেশের নাগরিকরাও অংশ নেন।

ব্যতিক্রম এ ইফতার মাহফিলে রেকর্ডসংখ্যক প্রবাসীদের উপস্থিতি ছিল। ফলে লোকসমাগম বেশি হওয়ায় স্থানীয় পুলিশ অনুষ্ঠানে যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, এজন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেয়। ইফতার অনুষ্ঠানে নারীদের জন্য পৃথক ব্যবস্থা ছিল।

rome

বৃহত্তর ঢাকা সমিতির সভাপতি কাজী মনসুর আহমেদ শিপু, সাধারণ সম্পাদক মঞ্জুর আহমেদের আমন্ত্রণে এ ইফতার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রোমের বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব আরফানুল হক, ঢাকা সমিতির উপদেষ্টা নুরে আলম সিদ্দিকী বাচ্চু, আব্দুর রসিদ, হাজি জালাল আহমেদ মন্টু, সহসভাপতি উম্মে হানী, নারী নেত্রী সানজিদা আহমেদ, সংগঠনের মহিলা বিষয়ক সম্পাদক সায়রা হোসেন রানী, সহ মহিলা সম্পাদক মনোয়ারা মঞ্জু, তাহমিনা আক্তার, মাকসুদা আক্তার, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মুসতাক আহমেদ সুমন, প্রচার সম্পাদক মুহিব হাসান, সহ প্রচার সম্পাদক সোহেল খান প্রমুখ।

অন্যান্যদের মধ্যে ছিলেন, মহিলা সংস্থার সভাপতি শান্তা সিকদার, সহ সভাপতি মোসূমী মৃধা, সাধারণ সম্পাদক সৈয়দা আরিফা আক্তারসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, আঞ্চলিক সমিতির নেতারা।

ইফতারের আগে বিশ্ব মুসলিম উম্মাহর জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। ইফতার শেষে সেখানে মাগরিবের নামাজ আদায় করেন উপস্থিত মুসল্লিরা।

এসআর/পিআর

আরও পড়ুন