ভিডিও EN
  1. Home/
  2. প্রবাস

যুক্তরাষ্ট্র প্রবাসীদের ১ দিনে ত্রাণ সংগ্রহ ১৬ লাখ টাকা

প্রবাস ডেস্ক | প্রকাশিত: ০১:০১ পিএম, ২৬ আগস্ট ২০১৭

বন্যার্তদের সাহাযার্থে ‘দাতব্য অনুষ্ঠানে’ নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে বেশি অর্থ আদায় করেছেন যুক্তরাষ্ট্রের কানেকটিকাট অঙ্গরাজ্যের বাংলাদেশি আমেরিকান অ্যাসোসিয়েশন অব কানেকটিকাট (বাক)। বন্যার্তদের সাহায্যার্থে ১ দিনে কয়েক ঘণ্টার মধ্যে ১৬ লাখ টাকা সংগ্রহ করেছেন।

শুক্রবার সন্ধ্যায় স্থানীয় মেরিডেন শহরের হলিডে ইন এক্সপ্রেস নামক হোটেলের মিলনায়তনে ‘দাতব্য’ নামে বাংলাদেশের বন্যার্তদের সাহায্যার্থে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষদের উপস্থিতির ফলে মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই ১৬ লাখ টাকা সংগ্রহ করেন আয়োজকরা।

সাম্প্রতি দেশে ভয়াবহ বন্যার ওপর আলোচনাও করা হয়। বাক’র সভাপতি ময়নুল হক চৌধুরী হেলালের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন তহবিল সংগ্রহ কমিটির আহ্বায়ক ড. তামীম আহমেদ।

আয়োজকরা জানান, ‘দাতব্য অনুষ্ঠান’ (চ্যারিটি ইভেন্টস) অব্যাহত থাকবে। এজন্য স্থানীয় বিভিন্ন মসজিদেও অর্থ সংগ্রহের জন্য চেষ্টা করা হবে। খুব শিগগিরই বিশেষ ব্যবস্থায় সংগৃহীত অর্থ দেশে পাঠানো হবে বলে উল্লেখ করেন আয়োজকরা।

এমআরএম/আরআইপি

আরও পড়ুন