ভিডিও EN
  1. Home/
  2. প্রবাস

কানাডায় করোনায় ক্ষতিগ্রস্তদের প্রণোদনা দেয়ার প্রক্রিয়া শুরু

আহসান রাজীব বুলবুল | প্রকাশিত: ০২:৪৬ এএম, ১৪ অক্টোবর ২০২০

করোনার কারণে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত চাকরিজীবী এবং স্বনিয়োজিত ব্যবসায়ীদের প্রণোদনা দেয়ার প্রক্রিয়া ১২ অক্টোবর থেকে শুরু হয়েছে।

জাতীয় রাজস্ব মন্ত্রী ডায়ান লেবোথিলিয়ার আজ সিআরবির জন্য আবেদন প্রক্রিয়াটির উদ্বোধন করেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

কানাডা সরকার কোভিড-১৯ এর কারণে ক্ষতিগ্রস্তদের জন্য অস্থায়ী আয়ের সহায়তার প্রয়োজনীয়তা অনুভব করে তাদের সহায়তা অব্যাহত রাখতে সরকার, রাজস্ব সংস্থা (সিআরএ) প্রদান করে নতুন তিনটি সুবিধা চালু করেছে।

সুবিধাগুলো হলো- কানাডা রিকভারি বেনিফিট (সিআরবি), কানাডা রিকভারি অসুস্থতা বেনিফিট (সিআরএসবি) এবং কানাডা রিকভারি কেয়ারগিভিং বেনিফিট (সিআরসিবি)। সিআরএসবি এবং সিআরসিবি-র জন্য আবেদনগুলি ইতোমধ্যে ৫ অক্টোবর খোলা হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

কানাডা রেভিনিউ এজেন্সির (সিআরএ) ‘মাই একাউন্টের’ মাধ্যমে ফেডারেল সরকারের নতুন এই আর্থিক সুবিধার জন্য আবেদন করা যাবে।

কোভিডের কারণে চাকরি হারিয়েছেন বা আয় কমে গেছে অথচ এমপ্লয়মেন্ট ইন্সুরেন্সের (ইআই) সুবিধা নাই কেবল তারাই এই সুবিধার জন্য আবেদন করতে পারবেন।

বিজ্ঞাপন

২৭ সেপ্টেম্বর ২০২০ থেকে ২৫ সেপ্টেম্বর ২০২১ পর্যন্ত প্রতি সময়ের জন্য প্রতি আবেদনকারী সপ্তাহে ৫০০ ডলার করে আর্থিক সুবিধা পাবেন। এই সুবিধা করযোগ্য এবং উৎসেই কর কেটে রাখা হবে।

সিআরএর মাই একাউন্টের মাধ্যমে প্রতি দুই সপ্তাহ পরপর এই সুবিধার জন্য আবেদন করতে হবে। প্রতিবার আবেদনের সময় এই সুবিধার জন্য যোগ্য কী না তা নিশ্চিত করতে হবে।

এমআরএম

বিজ্ঞাপন