EN
  1. Home/
  2. প্রবাস

ইতালির সাবেক ফুটবল অধিনায়ক টট্টি সস্ত্রীক করোনায় আক্রান্ত

জমির হোসেন | প্রকাশিত: ০৭:২৭ পিএম, ০৫ নভেম্বর ২০২০

ইতালির জনপ্রিয় ফুটবলার ফ্রান্সেসকো টট্টি ও তার স্ত্রী করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি রোম দলের সাবেক অধিনায়ক ছিলেন। সম্প্রতি তাদের করোনা পজিটিভ আসে। স্থানীয় গণমাধ্যম থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

জানা গেছে, হঠাৎ জ্বর, ঠাণ্ডা কাশি ও শরীরে দুর্বলতা দেখা দিলে তিনি চিকিৎসকের কাছে গেলে পরীক্ষা করার পরামর্শ দেন। পরীক্ষা করলে তার ও স্ত্রী ইলারির করোনা পজিটিভ ধরে পড়ে।

এরপর থেকে টট্টি তার ভিলা বাসায় একাকী থাকছেন। বাসায় সন্তানদের থেকে আলাদা রুমে সময় কাটছে ইতালির এক সময়ের জনপ্রিয় মাঠ কাঁপানো এ অধিনায়কের।

তার স্ত্রীর পজিটিভ হলেও বর্তমান সুস্থ রয়েছেন। সাবেক এই অধিনায়ক জনসমক্ষে বিষয়টি প্রকাশ না করে এ সময়টি গোপনে কাটাতে চান। করোনা শনাক্ত হলেও তিনি বর্তমান সুস্থ আছেন বলে জানা গেছে। সম্প্রতি তার বাবা এনছোর মৃত্যুর পর তিনি করোনায় আক্রান্ত হলেন।

এমআরএম/এমকেএইচ