ভিডিও EN
  1. Home/
  2. প্রবাস

মালয়েশিয়ার ইউসিএসআই ইউনিভার্সিটির ক্যাম্পাস এখন বাংলাদেশে

আহমাদুল কবির | প্রকাশিত: ০৪:৪৯ পিএম, ০৩ ফেব্রুয়ারি ২০২৩

মালয়েশিয়ার উল্লেখযোগ্য বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে একটি ইউসিএসআই ইউনিভার্সিটি। এই বিশ্ববিদ্যালয়ে ১০০ এর বেশি দেশের শিক্ষার্থী অধ্যয়ন করছেন। এবার ইউসিএসআই ইউনিভার্সিটির একটি ক্যাম্পাস হচ্ছে বাংলাদেশে।

এ উপলক্ষে শুক্রবার (৩ ফেব্রুয়ারি) মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে হয়ে গেলো একটি অনুষ্ঠান। যেখানে উপস্থিত ছিলেন দেশটির উচ্চশিক্ষামন্ত্রী দাতো সেরি মোহাম্মদ খালেদ।

jagonews24

আরও পড়ুন: বেসরকারি বিশ্ববিদ্যালয়ে টিউশন ফি যৌক্তিক পর্যায়ে রাখা হবে

জানা গেছে, চলতি বছরের মে মাসে ঢাকার বনানীতে শিক্ষা কার্যক্রম শুরু করবে ইউসিএসআই ইউনিভার্সিটি। এই ক্যাম্পাসে ২৪টি বিষয়ে ডিগ্রি নিতে পারবেন শিক্ষার্থীরা। এরমধ্যে বিজনেস, কম্পিউটার সাইন্স, ইঞ্জিনিয়ারিং, সোশ্যাল সাইন্স ও ডিজাইনের মতো বিষয়ে অনার্স এবং মাস্টার্স করা যাবে। ৪৫ হাজার বর্গফুটের এই ক্যাম্পাসে পড়াশোনা করতে পারবেন পাঁচ হাজার শিক্ষার্থী। বর্তমানে বিশ্ব র‌্যাংকিংয়ে ইউসিএসআই ইউনিভার্সিটির অবস্থান ২৮৪তম।

আরও পড়ুন: ভর্তির সময় মলিন হয়ে যায় ভালো ফলাফলের উচ্ছ্বাস

মালয়েশিয়ার উচ্চশিক্ষামন্ত্রী বলেন, ইউসিএসআই ইউনিভার্সিটি হলো ‘মালশিয়ান ব্রান্ড’। আমাদের সরকার চায় শিক্ষা ও সংস্কৃতি আদান-প্রদান করার মাধ্যমে সবার সঙ্গে সম্পর্ক তৈরি করা। আমরা আমাদের শিক্ষা ব্যবস্থাকে গ্লোবাল হাব হিসেবে পরিণত করতে চাই। ইউসিএসআই’র এই ‘সফট লঞ্চ’ তারই ধারাবাহিকতা।

jagonews24

ইউসিএসআই ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সিতি হামিসাহ তাপসির বলেন, আমাদের নতুন এই ক্যাম্পাস শিক্ষায় সংযোগস্থল হবে। এর মাধ্যমে নতুন পথের দিশা পাবেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা তাদের মেধা ও দক্ষতা দিয়ে বাংলাদেশের অর্থনীতিকে সমৃদ্ধ করতে পারবেন। আমরা আমাদের নতুন ক্যাম্পাসে গবেষণাকে বেশি গুরুত্ব দেবো।

আরও পড়ুন: নিজেদের ইচ্ছামতো বিশ্ববিদ্যালয় চালানো যাবে না: রাষ্ট্রপতি

অনুষ্ঠান শেষে মালয়েশিয়া এবং বাংলাদেশের সাংবাদিকদের নিয়ে এক সংবাদ সম্মেলন করেন দেশটির উচ্চশিক্ষামন্ত্রী দাতো সেরি মোহাম্মাদ খালেদ।

জেডএইচ/জিকেএস