কলকাতায় এনআরবি ওয়ার্ল্ডের বিদ্যাসাগর অ্যাওয়ার্ড পেলেন ১৫ শিক্ষক

ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগরের ২০৩তম জন্মবার্ষিকী উপলক্ষে ১৫ জন কৃতি শিক্ষককে বিদ্যাসাগর অ্যাওয়ার্ড দিয়েছে এনআরবি ওয়ার্ল্ড ফ্রেন্ডশিপ। রোববার (২৪ সেপ্টেম্বর) বিকেলে কলকাতার বৌদ্ধ ধর্মাঙ্কুর সভাঘরে তাদের এ অ্যাওয়ার্ড দেওয়া হয়।
সম্মাননাপ্রাপ্ত কৃতি শিক্ষকরা তাদের চাকরি জীবনের বিভিন্ন অভিজ্ঞতার কথা বর্ণনা করেন। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা আবদুল কাইয়ুম, এনআরবি ওয়ার্ল্ডের প্রতিষ্ঠাতা সম্পাদক ওমর আলী, দফতর সম্পাদক সাহানারা খাতুন, ছড়াকার শুভ্রকান্তি ভট্টাচার্য, শব্দশ্রমিক আবদুল কাইউম, কবি রবীন্দ্রনাথ সরকার প্রমুখ।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
সভাপতিত্ব করেন কবি অলোক দাসগুপ্ত। অনুষ্ঠানের শুরুতে সম্মাননাপ্রাপ্ত শিক্ষক ও সারা বিশ্বের শিক্ষক সমাজের প্রতি দাঁড়িয়ে সম্মান জানানো হয়। অনুষ্ঠানে বক্তারা শিক্ষকদের যথাযথ সম্মান প্রদর্শনের জন্য সবার প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন সঞ্জয় বসু, গোপা দাস মজুমদার, শ্রাবণী রায়, ইরা সরকার এবং শিশু শিল্পী শ্রদ্ধা রায়, শুভদীপ রায় ও অধৃত মজুমদার। আবৃত্তি করেন সোমনাথ বন্দ্যোপাধ্যায়, সুমিতা পয়ড়্যা, শৈতী ঘোষ, আবদুল কাইউম, রওনক কুমার দাস, অমৃতা মন্ডল প্রমুখ। নৃত্য পরিবেশন করেন শিশু শিল্পী শ্রাবণী মন্ডল, ঐশানী সামন্ত, কৌশারী পাল ও সৌরোজা ব্যানার্জি।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিদ্যাসাগর অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষকরা হলেন- পশ্চিমবঙ্গের মড়িগাছি হাই স্কুলের সহকারী শিক্ষক এ. এস. এম. মাসুদ, মোক্ষদা সুন্দরী বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক অনিতা ভট্টাচার্য, বড়িশা বিবেকানন্দ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শ্রাবণী সেনগুপ্ত, সরোজ নরিলী পিটিটিআইয়ের সঙ্গীত শিক্ষক শিউলি গুহ বিশ্বাস, গোয়াস দক্ষিণপাড়া প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুপর্ণা কর্মকার, ব্রাহ্মণপাড়া চিন্তামনি বালিকা বিদ্যালয়ের অনুপমা সরকার, দ্য গুড শেফার্ড মিশন স্কুলের সহকারী শিক্ষক মৌসুমী দাস, তিনজলা বাণী তীর্থ গার্লস হাই স্কুল প্রমীলা মন্ডল, দিল্লি পাবলিক স্কুল নলেজ সিটির সহকারী শিক্ষক সাহানারা খাতুন, সিঙ্গুর গভর্ণমেন্ট কলেজের সহযোগী অধ্যাপক ড. মহ: কুতুবুদ্দিন মোল্লা, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের শিক্ষক মিথিলা মুখোপাধ্যায়, সঙ্গীত শিক্ষক চন্দনা দাশ, আগরতলা বোধজং বালিকা বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক শুভ্রা সাহা এবং আসামের নওগাঁও বাঙ্গালী উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিক স্বপ্না দাস পাল ।
এছাড়া একক উদ্যোগে বিদ্যালয় প্রতিষ্ঠা ও ৩৮ বছর ধরে পরিচালনার জন্য ডা. বাদল চন্দ্র গুড়িয়াকে বিশেষ সম্মাননা জানানো হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন শিরিন সুলতানা। সম্মাননাপ্রাপ্ত শিক্ষকরা এনআরবি ওয়ার্ল্ড ফ্রেন্ডশিপ ফোরামের সদস্য।
বিজ্ঞাপন
এমআরএম/জিকেএস
বিজ্ঞাপন