ভিডিও ENG
  1. Home/
  2. প্রবাস

ইতালিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

প্রকাশিত: ১২:১৩ এএম, ২৭ মার্চ ২০১৬

ইতালিতে ৪৫তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে স্বেচ্ছাসেবক লীগ এক আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করে। শনিবার (২৬ মার্চ) সন্ধ্যায় স্থানীয় একটি হলে যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদযাপন করা হয়। এতে স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হুমায়ুন কবিরের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মাসুদ রানার পরিচালনায় প্রধান অতিথি ছিলেন মো. শাদাত হোসেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইতালি আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলী আহমেদ ঢালী, সাধারণ সম্পাদক হাসান ইকবাল, সহ-সভাপিত হাবীব চৌধুরী, জাহাঙ্গীর হোসেন ফরাজী, জসীম উদ্দীন, আব্দুর রউফ ফকির, যুগ্ম সাধারণ সম্পাদক আতিয়ার রসুল কিটন, এমএ রব মিন্টু, শোয়েব দেওয়ান, আবু তাহের প্রমুখ।

সভায় বক্তারা বলেন, স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন। তাই সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করাই হবে আজকের স্বাধীনতা দিবসের অঙ্গীকার।

"
অন্যদের মধ্যে যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি উজ্জল হোসেন, সাধারণ সম্পাদক এনায়েত করিম, মহিলা লীগ সভাপতি ইয়াসমীন আক্তার রোজী, সাধারণ সম্পাদক নয়না আহমেদ, জামান মোক্তার, দফতর সম্পাদক হাবীব মকদম, রোম মহানগর ভারপ্রাপ্ত  সভাপতি শেখ মামুন, সাংগঠনিক সম্পাদক মোজ্জাফর হোসেন বাবুল, আলী আজগর ভূইয়াসহ আ.লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে শাহনাজ সুমীসহ স্থানীয় শিল্পীরা মনোজ্ঞ সঙ্গীত ও নৃত্য পরিবেশন করেন।

বিএ