ভিডিও EN
  1. Home/
  2. ধর্ম

চট্টগ্রাম চান্দগাঁওয়ে মুনিরীয়া তবলীগ কমিটির এশায়াত মাহফিল

মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন | প্রকাশিত: ০৯:১৭ এএম, ২৩ নভেম্বর ২০১৮

মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ ১৩ নং চান্দগাঁও শাখা এবং জি,এ,এম গ্রুপের উদ্যোগে জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উদযাপন ও কাগতিয়া দরবারের প্রতিষ্ঠাতা খলিলুল্লাহ আওলাদে মোস্তফা খলিফায়ে রাসূল হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আন্হু স্মরণে এশায়াত মাহফিল ও মোশায়ারা মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মাহফিলে আলহাজ্ব শহীদুল করিম চৌধুরীর সভাপতিত্বে সম্প্রতি চট্টগ্রাম নগরীর সাবানঘাটা চত্বরে অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ ওলামা পরিষদের সহ-এশায়াত সম্পাদক হযরতুলহাজ্ব মওলানা মুহাম্মদ ফোরকান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সংগঠনের ওলামা পরিষদের সদস্য মৌলানা শাহ্জাহান নোমান, চান্দগাঁও ১৩ নং শাখার সভাপতি মুহাম্মদ সেলিম, সাধারণ সম্পাদক মুহাম্মদ হাসান, ১২নং শাখার সভাপতি আলহাজ্ব মিজানুর রহমান ও ৬১ নং জেদ্দা শাখার সভাপতি আলহাজ্ব মুহাম্মদ শওকত ইমরান।

মাহফিল শেষে দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি এবং দরবারের প্রতিষ্ঠাতা গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আন্হুর ফুয়ুজাত কামনা করে বিশেষ মুনাজাত পরিচালনা করা হয়।

এমআরএম/এমএস

আরও পড়ুন