জাপানি শিশু আব্বাদের কুরআন তেলাওয়াত

৬ বছরের ছোট্ট বালক সাইয়্যেদ ওউন আব্বাদ কামৌরা। ইতিমধ্যে পবিত্র কুরআনের শেষ ১০ পাড়া মুখস্ত করেছে সে। শিশু আব্বাদের সুললিত কণ্ঠের চমৎকার তেলাওয়াত শ্রোতাদের মুগ্ধ করেছে।
পাকিস্তানি বংশোদ্ভূত আব্বাদের জন্ম ও বেড়ে ওঠা এশিয়ার শিল্পোন্নত দেশ জাপানে।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
সম্প্রতি জাপানের রাজধানী টোকিও'র ইরানি সাংস্কৃতিক কেন্দ্রে ৩০০ অতিথির সামনে সাবলিলভাবে তার কুরআন তেলাওয়াত সবাইকে মোহিত করেছে। সুললিত কণ্ঠে সে কুরআনুল কারিমের ৯০তম সুরা`সুরা আল-বালাদ’র তেলাওয়াত করেছে ।
আরও পড়ুন > দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য কুরআন শিক্ষার ‘ই-লার্নিং’ পদ্ধতি চালু
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
জাপানে বসবাসরত মিষ্টি চেহারার ছোট্ট আব্বাদ কামৌরা'র জন্য রইলো শুভ কামনা।
বিজ্ঞাপন
এমএমএস/এমকেএইচ
আরও পড়ুন
বিজ্ঞাপন