EN
  1. Home/
  2. ধর্ম

তামিল সঙ্গীত পরিচালক কুরালারাসানের ইসলাম গ্রহণ

ধর্ম ডেস্ক | প্রকাশিত: ০৪:১২ পিএম, ১৯ ফেব্রুয়ারি ২০১৯

কুরালারাসান। তামিল সিনেমার অভিনেতা ও সঙ্গীত পরিচালক। সম্প্রতি তিনি পবিত্র ধর্ম ইসলাম গ্রহণ করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে কুরালারাসানের ইসলাম গ্রহণের ভিডিও ভাইরাল হয়।

ইন্ডিয়া টুডে জানায়, কুরালারাসান চেন্নাইয়ের আন্না সালাই মসজিদে বাবা থিসিংগু রাজেনদার ও মা উশা রাজেনদারের উপস্থিতিতে পবিত্র ধর্ম ইসলাম গ্রহণ করেছেন।

কুরালারাসানের ইসলাম গ্রহণ সম্পর্কে তার বাবা টি রাজেনদার জানান, তিনি সব ধর্মকেই সমান বলে মনে করেন। সব ধর্মের সহনশীলতাই তার নীতি।

ভিডিও :

তিনি আরো বলেন, আমার বড় ছেলে সিম্বু তামিল সিনেমার বিখ্যাত অভিনেতা। সে শিবভক্ত। তার মেয়ে খ্রিস্টান ধর্মে বিশ্বাসী। আর ছোট ছেলে কুরালারাসান ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। তিনি তার ছেলের সিদ্ধান্তকে সম্মান জানান।

কুরালারাসান ছোট থেকেই তার বাবা টি রাজেনদার অভিনীত সিনেমায় শিশু চরিত্রে অভিনয় করতেন।

কুরালারাসান ইসলাম গ্রহণ করায় তারা পরিবারের লোকজনসহ ভক্তরা তাকে অভিনন্দন জানিয়েছেন।

এমএমএস/পিআর

আরও পড়ুন