ভিডিও EN
  1. Home/
  2. ধর্ম

সাহায্য প্রার্থনার আয়াত পড়াকালীন সময়েই মারা গেলেন এক হাফেজ

ধর্ম ডেস্ক | প্রকাশিত: ০৯:৫৯ পিএম, ১৬ জুন ২০২০

বিশ্বজুড়ে মহামারি-দুর্যোগের প্রকোপ বেড়েই চলেছে। এ দুর্যোগকালীন সময়ে মহান আল্লাহর কাছে সাহায্য প্রার্থনার আয়াত তেলাওয়াত করতে করতেই আব্দুল আতি আলি আব্দুল জলিল নামে এক বৃদ্ধ হাফেজে কুরআন ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মারা যাওয়ার ঠিক আগ মুহূর্তে তিনি সুরা আম্বিয়ার একটি ঐতিহাসিক আয়াত তেলাওয়াত করছিলেন। যে ভাষায় হজরত আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর কাছে রোগ-মুক্তির প্রার্থনা করেছিলেন। আয়াতের অর্থ হলো-
‘আর স্মরণ করুন আইয়্যুবের কথা, যখন তিনি তার পালনকর্তাকে আহ্বান করে বলেছিলেন, আমি দুঃখকষ্টে পতিত হয়েছি এবং আপনি দয়াবানদের চাইতেও সর্বশ্রেষ্ট দয়াবান।'

আল জাজিরা আরবির তথ্য অনুযায়ী মারা যাওয়া ব্যক্তি মিসরের আকসার জেলার আসনা শহরে বসবাস করতেন এবং নিজ বাসায়ই তিনি ইন্তেকাল করেন। বয়োবৃদ্ধ এই হাফেজের এরকম সৌভাগ্যের বিদায়ের কথা জানিয়েছেন তার পুত্র মুহাম্মদ আব্দুল আ’তি।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিও শেয়ারের মাধ্যমে তিনি তার পিতার মৃত্যুর খবর জানান। তিনি বলেন, জীবন মৃত্যুর সন্ধিক্ষণে কুরআনুল কারিম পড়ার মাধ্যমে মহান আল্লাহর সাহায্য চেয়ে মারা যাওয়া সত্যি সৌভাগ্যের। আল্লাহ তাকে জান্নাত দান করেন। আমিন।

এমএমএস/এমএস

আরও পড়ুন