ভিডিও EN
  1. Home/
  2. ধর্ম

গড়পাড়া ইমামবাড়িতে আশুরায় ত্রাণ বিতরণ ও ফ্রি মেডিকেল ক্যাম্প

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৪:২১ পিএম, ২০ আগস্ট ২০২১

করোনার ভয়াল থাবায় বদলে গেছে মানিকগঞ্জের গড়পাড়া ইমামবাড়ির আশুরা কার্যক্রম। মানিকগঞ্জের শতাব্দী প্রাচীন গড়পাড়া ইমামবাড়িতে দীর্ঘদিন ধরে যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধায় পবিত্র আশুরা উদযাপিত হয়ে আসছে।

গড়পাড়া ইমামবাড়িতে বিশ্বনবী হযরত মোহাম্মদ (সঃ) এর প্রাণপ্রিয় দৌহিত্র হযরত ইমাম হোসেন (আঃ)-র শাহাদাতবার্ষিকী, কারবালা প্রান্তরে সংঘটিত যুদ্ধের স্মৃতিচারণ ও কারবালার শহীদদের স্মৃতিতে প্রতি বছর মহররম ও আশুরায় ১০ দিনব্যাপী কার্যক্রম অনুষ্ঠিত হয়।

কিন্তু বিশ্বব্যাপী মহামারির কারণে করোনা সংক্রমণ আইন ও দেশের সামগ্রিক অবস্থা বিবেচনায় এবার মহররম ও আশুরা কার্যক্রমের পরিধি সংক্ষিপ্ত ও সীমিত করে ফেলা হয়েছে।

তাই প্রতি বছর ইমামবাড়ি থেকে যে বিরাট শোক মিছিল বের হয়ে মানিকগঞ্জ শহর প্রদক্ষিণ করতো, এবার সেটি হয়নি। এছাড়া প্রতি বছর ইমামবাড়ি থেকে ঢাকা, মানিকগঞ্জ, রাজবাড়ি, ফরিদপুর, পাবনা, ঈশ্বরদী, টাঙ্গাইল কাসেদের দল কারবালার বেদনা বিধুর ঘটনা প্রচার করত। এবার করোনার কারণে সেসব দলও বের হয়নি।

jagonews24

তবে ইমামবাড়ির প্রতিনিধিগণের অনুমতি নিয়ে স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দুরত্ব বজায় রেখে অতি ক্ষুদ্র আকারের দল আশুরার বার্তা পৌঁছে দিয়েছে।

করোনার এই সময়ে ইমামবাড়িতে ১০ দিন মিলাদ, ফাতেহা, জিয়ারত ও নেওয়াজ অনুষ্ঠিত হয়েছে। আজ (শুক্রবার) আশুরার দিন দুঃস্থদের মাঝে ত্রাণ বিতরণ এবং ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

মানিকগঞ্জের জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ আজ সকাল ১০টায় ইমামবাড়িতে দুঃস্থদের মাঝে ত্রাণ বিতরণ করেন। পরে মানিকগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান বেলা ১২টায় ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন।

এআরবি/এসএএস/জেআইএম