জানাজার নামাজে সুরা ফাতেহা পড়া কি জরুরি?
প্রশ্ন: জানাজার নামাজে সুরা ফাতেহা পড়া কি জরুরি? সুরা ফাতেহা না পড়লে কি জানাজার নামাজ হবে না?
উত্তর: হানাফি মাজহাবে জানাজার নামাজে সুরা ফাতেহা পড়া জরুরি নয়। কারণ জানাজার নামাজে কেরাত পড়ার নিয়ম নেই, বরং হামদ-সানা, দরুদ ও দোয়া পড়তে হয়।
আবু হোরায়রা (রা.) থেকে বর্ণিত যখন তোমরা মৃতের জন্য জানাজার নামাজ পড়, তখন ইখলাসের সঙ্গে দোয়া কর। (সুনানে আবু দাউদ: ৩২০১)
হজরত আব্দুল্লাহ ইবনে মাসউদ (রা.) থেকে বর্ণিত তাকে জানাজার নামাজে কেরাতের ব্যাপারে জিজ্ঞাসা করা হল। তখন তিনি জবাবে বললেন, রাসুল (সা.) আমাদের জন্য জানাজার নামাজে পড়ার জন্য কোনো বিশেষ দোয়া বা কেরাত নির্ধারণ করে দেননি। যখন ইমাম তাকবির বলবেন, তখন আপনারাও তাকবির বলুন আর উত্তম দোয়া বাছাই করে নিন। (বাদায়েউস সানায়ে: ১/৩১৩)
হানাফি মাজহাব অনুযায়ী জানাজার নামাজের ফরজ ২টি: ১. চারটি তারবির বলা। ২. ওজর না থাকলে জানাজার নামাজ দাঁড়িয়ে পড়া। তাই কেউ যদি দাঁড়িয়ে চার তাকবির বলে, অন্য কোনো দোয়া না পড়ে, তাহলেও জানাজার নামাজ হয়ে যাবে।
আর জানাজার নামাজ আদায়ের সুন্নত পদ্ধতি হলো: প্রথম তাকবিরের পর সানা পড়ুন, দ্বিতীয় তাকবিরের পর রসুলুল্লাহর (সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) ওপর দরুদ পড়ুন, তৃতীয় তাকবিরের পর নির্ধারিত দোয়া পড়ুন।
কেউ চাইলে প্রথম তাকবিরের পর সানা পড়ার পাশাপাশি বা সানার পরিবর্তে সুরা ফাতেহাও পড়তে পারেন, যেহেতু সুরা ফাতেহার আলোচ্যবিষয় আল্লাহ তাআলা হামদ-সানা ও দোয়া, তাই কেরাত হিসেবে নয় বরং হামদ-সানা হিসেবে সুরা ফাতেহা পড়া যেতে পারে।
চতুর্থ ও সর্বশেষ তাকবিরের পর সালাম ফেরানোর মাধ্যমে জানাজার নামাজ শেষ করুন। চতুর্থ তাকবিরের পর কোনো দোয়া-দরুদ পড়ার নিয়ম নেই।
ওএফএফ