ভিডিও ENG
  1. Home/
  2. ধর্ম

যে জিকিরকে জান্নাতের ধনভাণ্ডার বলেছেন নবীজি (সা.)

ইসলাম ডেস্ক | প্রকাশিত: ১০:৫৯ এএম, ০৫ জানুয়ারি ২০২৬

আল্লাহর জিকিরসমূহের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ জিকির হলো:

لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ
উচ্চারণ: লা হাওলা ওয়া লা কুওয়্যাতা ইল্লা বিল্লাহ।
অর্থ: আল্লাহ ছাড়া কোনো শক্তি ও ক্ষমতা নেই।

নবীজি (সা.) এই জিকিরকে জান্নাতের ধনভাণ্ডার হিসেবে উল্লেখ করেছেন। আবু মুসা আশআরি (রা.) বলেন, রাসুলুল্লাহ (সা.) আমাকে বলেন, আমি কি তোমাকে জান্নাতের ধনভাণ্ডারসমূহের একটি ভাণ্ডারের সন্ধান দেব? আমি বললাম, অবশ্যই, হে আল্লাহর রাসুল। তিনি বললেন, ‘লা হাওলা ওয়ালা কুওয়্যাতা ইল্লা বিল্লাহ’ বলো। (সহিহ বুখারি, সহিহ মুসলিম)

বান্দা জীবনের সব ক্ষেত্রে আল্লাহর সাহায্যের মুখাপেক্ষী। আল্লাহ তাআলার আনুগত্য করার ক্ষেত্রেও আল্লাহ তাআলার সাহায্যের মুখাপেক্ষী। এই বাক্যটি আল্লাহর ওপর নির্ভরতা প্রকাশ করে। এর অর্থ হলো, পাপ থেকে বাঁচার কোনো উপায় নেই আর নেক কাজ করারও কোনো শক্তি নেই—আল্লাহর সাহায্য ছাড়া। তাই নিজের ওপর ভরসা কোরো না, নিজের সামর্থ্যের বড়াই কোরো না। বরং জেনে রাখো, তোমার যেটুকু শক্তি বা ধৈর্য আছে, সবই তোমার প্রতিপালকের পক্ষ থেকে। তুমি তাঁর সাহায্য ছাড়া হেদায়াত লাভ করতে পারবে না, তাঁর সহায়তা ছাড়া দ্বীনের ওপর দৃঢ় থাকতে পারবে না, তাঁর হেফাজত ছাড়া গোনাহ থেকে বাঁচতে পারবে না। জান্নাতেও প্রবেশ করতে পারবে না তাঁর রহমত ছাড়া।

আরেকটি হাদিসে এসেছ, নবীজি (সা.) বলেছেন, পৃথিবীর বুকে যে কেউ পাঠ করবে:

لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَاللَّهُ أَكْبَرُ وَلاَ حَوْلَ وَلاَ قُوَّةَ إِلاَّ بِاللَّهِ

উচ্চারণ: লা-ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, ওয়া লা-হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ

অর্থ: আল্লাহ তাআলা ছাড়া কোনো উপাস্য নেই, আল্লাহ সুমহান, আল্লাহর সাহায্য ছাড়া পাপ মুক্তির কোনো পথ নেই, আল্লাহর সাহায্য ছাড়া ইবাদতের কোনো শক্তি নেই।

তার গুনাহ সমুদ্রের ফেনার মতো বেশি হলেও তা মাফ করে দেওয়া হবে। (সুনানে তিরিমজি)

ওএফএফ/এমএস

আরও পড়ুন