ভিডিও ENG
  1. Home/
  2. ধর্ম

মিরাজ রহমানের ‘দ্য গ্রেটেস্ট অন্ট্রাপ্রেনর মুহাম্মাদ (সা.)’

ইসলাম ডেস্ক | প্রকাশিত: ০৬:১১ পিএম, ১৯ ফেব্রুয়ারি ২০২৩

অমর একুশে বইমেলা উপলক্ষে লেখক ও গণমাধ্যমকর্মী মিরাজ রহমানের দশম বই ‘দ্য গ্রেটেস্ট অন্ট্রাপ্রেনর মুহাম্মাদ (সা.)’ প্রকাশ হয়েছে। বইটি প্রকাশ করেছে সুলতানস। প্রচ্ছদ করেছেন আবুল ফাতাহ মুন্না। মুদ্রিত মূল্য ৬৪০ টাকা।

গতানুগতিক ইসলামি ধারার বাইরে লেখালেখি করেন মিরাজ রহমান। বইটিতে মহানবির (সা.) ব্যবসায়িক জীবনের নানা ইতিহাস, ব্যবসা-বাণিজ্য ও ক্যারিয়ারে সফল হওয়ার বিভিন্ন নির্দেশনার কথা সংকলিত করেছেন তিনি।

পাঁচটি অধ্যায় আছে বইটিতে। প্রথম অধ্যায় ইতিহাস। এ অধ্যায়ে মহানবির (সা.) ব্যবসায়িক জীবনের ইতিহাস, মক্কা ও কুরাইশ বংশের বাণিজ্যিক ঐতিহ্যসহ তৎকালীন আরবের ব্যবসা-বাণিজ্যের ইতিহাস আলোচিত হয়েছে। এ ছাড়া মহানবি (সা.) কী কী উপায়ে উপার্জন করেছেন, কী কী ব্যবসা করেছেন, কখন কোথায় বাণিজ্যসফর করেছেন, তাঁর বংশে কে কে ব্যবসায়ী ছিলেন, সেসব ইতিহাস তুলে ধরা হয়েছে।

আরও পড়ুন: দৃষ্টিনন্দন বায়তুল আমান জামে মসজিদ 

দ্বিতীয় অধ্যায় আত্ম-উন্নয়ন। এ অধ্যায়ে সফল ব্যবসায়ী বা উদ্যোক্তা অথবা সফল মানুষ হওয়ার জন্য কী কী গুণ-অভ্যাস আয়ত্ত করা জরুরি বা আবশ্যক, তা তুলে ধরা হয়েছে। পাশাপাশি বর্তমান পৃথিবীর অধিকাংশ সফল মানুষ যেসব অভ্যাসে অভ্যস্ত; মহানবির (সা.) জীবন দর্শনের আলোকে সেসব অভ্যাসের ব্যাখ্যা করা হয়েছে। এ ছাড়া মহানবির (সা.) জীবনধারা ও জীবন দর্শনের আলোকে ‘দ্য সেভেন হ্যাবিটস অব হাইলি ইফেক্টিভ পিপল’ বইয়ের ৭টি অভ্যাসের ব্যাখ্যাও রয়েছে।

তৃতীয় অধ্যায় ব্যবসা-উন্নয়ন। এ অধ্যায়ে একটি ব্যবসা প্রতিষ্ঠানকে সফল করার জন্য কী কী ব্যবস্থাপনা ও কৌশল গ্রহণ করা অবশ্যক। ব্যবসাকে ঝুঁকিমুক্ত রাখতে কী কী করণীয়, তা তুলে ধরা হয়েছে। পাশাপাশি আধুনিক ব্যবসা উন্নয়নে মহানবির (সা.) কর্ম, আদর্শ, দিকনির্দেশনা এবং তাঁর রণনীতির প্রয়োগযোগ্যতার কথা আলোচিত হয়েছে।

চতুর্থ অধ্যায় মোটিভেশন। এ অধ্যায়ে ব্যবসা ও ব্যক্তিজীবনের নানা বিপদ-আপদ ও হতাশা কাটিয়ে সফল হওয়ার নেপথ্য সূত্র হিসেবে স্বীকৃত বিভিন্ন মোটিভেশনাল বিষয় সম্পর্কে আলোচনা করা হয়েছে। রিজিক নিয়ে সব ধরনের পেরেশানি ও অজ্ঞতা দূর হওয়ার মতো আলোচনা যুক্ত করা হয়েছে। বিশেষভাবে এ অধ্যায়ে নারী উদ্যোক্তা হিসেবে সফল হওয়ার জন্য সাইয়েদা খাদিজার (রা.) জীবন থেকে অনুপ্রেরণার গল্প, তার ব্যবসায়িক নীতি ও কৌশল সংকলিত হয়েছে।

আরও পড়ুন: মরণোত্তর দেহদান সম্পর্কে ইসলামের নির্দেশনা 

পঞ্চম অধ্যায় বিধি-বিধান। এ অধ্যায়ে হালালভাবে আয়-উপার্জন, ক্রয়-বিক্রয়, ব্যবসা-বাণিজ্য করার বিধান এবং ঋণ গ্রহণ, সুদ বর্জন, করজে হাসানা প্রদানসহ জাকাত-সাদকার বিধান তুলে ধরা হয়েছে। এ ছাড়া ইসলামি বিধান মেনে ব্যবসা প্রতিষ্ঠান বা ব্যবসা পণ্যের মার্কেটিং ও ব্র্যান্ডিং করার বিধানসহ অনলাইনে ব্যবসা করার সঠিক পদ্ধতিসহ হালাল-হারাম বিধানগুলোও আলোচিত হয়েছে।

রয়েল সাইজের ৩৬০ পৃষ্ঠার হার্ডকভারের রুচিশীল বাঁধাই ও মানসম্মত মুদ্রণে বইটি পাওয়া যাচ্ছে অমর একুশে বইমেলার প্রজন্ম পাবলিকেশনের ৮ নম্বর স্টলে। বাংলা বাজারের তারুণ্য প্রকাশনের বিক্রয়কেন্দ্রেও বইটি পাওয়া যাবে। এ ছাড়া অথবা ডটকম, রকমারি ডটকম, ওয়াফিলাইফ ডটকম, বইফেরী ডটকমসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মেও বইটি পাওয়া যাবে।

এসইউ/জিকেএস

আরও পড়ুন