ভিডিও EN
  1. Home/
  2. ধর্ম

সিজদার আয়াতের অনুবাদ পড়লে সিজদা ওয়াজিব হবে কি?

ইসলাম ডেস্ক | প্রকাশিত: ০২:৪৬ পিএম, ০৫ ডিসেম্বর ২০২৩

কোরআনে এমন কিছু আয়াত আছে যেগুলো পড়লে বা শুনলে সিজদা দেওয়া ওয়াজিব। ইমাম আবু হানিফার (রহ.) মতে কোরআনে এ রকম ১৪টি আয়াত আছে। সিজদার আয়াত পড়ে সিজদা করার ফজিলত সম্পর্কে রাসুল (সা.) বলেছেন,

إِذَا قَرَأَ ابْنُ آدَمَ السَّجْدَةَ فَسَجَدَ اعْتَزَلَ الشَّيْطَانُ يَبْكِي يَقُولُ يَا وَيْلَهُ أُمِرَ ابْنُ آدَمَ بِالسُّجُودِ فَسَجَدَ فَلَهُ الْجَنَّةُ وَأُمِرْتُ بِالسُّجُودِ فَأَبَيْتُ فَلِيَ النَّارُ
মানুষ যখন সিজদার আয়াত তিলাওয়াত করে সিজদা দেয়, শয়তান তখন কাঁদতে কাঁদতে দুরে সরে পড়ে এবং বলতে থাকে হায়! দুর্ভাগ্যা! মানুষকে সিজদার নির্দেশ দেওয়া হলো, তারা সিজদা করলো, এর বিনিময়ে তারা জান্নাত লাভ করবে। আমাকে সিজদার নির্দেশ দেওয়া হলে কিন্তু আমি তা অস্বীকার করেছিলাম, ফলে আমি যাবো জাহান্নামে। (সহিহ মুসলিম: ৮১)

নির্ভরযোগ্য মত হলো, মূল আরবি সিজদার আয়াত পড়লে বা শুনলে সিজদায়ে তিলাওয়াত ওয়াজিব হয়। সিজদার আয়াতের অনুবাদ পড়লে বা শুনলে সিজদা ওয়াজিব হয় না। তবে কোনো কোনো ফকীহের মতে এক্ষেত্রেও সিজদা ওয়াজিব হয়। তাই সতর্কতামূলক কেউ চাইলে সিজদা করে নিতে পারে। তবে কেউ সিজদা না করলে গুনাহগার হবে না।

ওএফএফ/এএসএম

আরও পড়ুন